মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বাগেরহাটে বিশালদেহী কাতলা: একনজর দেখতে জনতার ভীড়
বাগেরহাটে বিশালদেহী কাতলা: একনজর দেখতে জনতার ভীড়
বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের চিতলমারীতে ঘেরথেকে ধরা পড়েছে বিশ কেজি ওজনের প্রায় অর্ধশত কাতলমাছ। এসকল মাছের প্রতিমনের পাইকারী ডাক উঠেছিল ত্রিশ হাজার টাকা। ৬ ফেব্রুয়ারি সোমবার মাছ গুলো এক নজর দেখতে চিতলমারী সদর বাজারের আপন রুপালী মৎস্য আড়তে ভীড় জমান উৎসুক সাধারন মানুষ।
সরেজমিনে ঘের মালিক উপজেলার কালশিরা গ্রামের মৃত.অমল মজুমদারের ছেলে অজিৎ মজুমদার(৩২)সাথে কথাহলে তিনি বলেন, পাঁচবিঘা জমি নিয়ে তার ঘেরটিতে ১৯৯৮সালের প্রলয়ংকারী বণ্যার পরেই প্রচুর পরিমান কাতলও মিনার কাতলমাছ অবমুক্ত করেন। সেই থেকে
এ পর্যন্ত দির্ঘ বছর পেরিয়ে যায়।এরপর সোমবার সকালে স্থানীয় জেলেদের নিয়ে এসকল মাছধরে বাজারে নিয়ে আসেন। আড়তে প্রতিমনের ডাক উঠছে ৩০ হাজার টাকা।এব্যাপারে আপন মৎস্য আড়ৎ মালিক সহ স্থানীয় মাছ ব্যবসায়ীদের সাথে কথাহলে তারা বলেন, বাজারে এত পুরনো মাছ খুব একটা চোখে পড়েনা ধৈয্য ধারনকরে দির্ঘ বছরপর বৃহত আকারের এ মাছ গুলো যে তিনি বাজারে তুলেছেন এটাও একটা চমক।