বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিএসআরআইতে চরাঞ্চলে আখ চাষ প্রকল্পের কর্মপন্থা চিনহিত করণ কর্মশালা
বিএসআরআইতে চরাঞ্চলে আখ চাষ প্রকল্পের কর্মপন্থা চিনহিত করণ কর্মশালা
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৬ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১২মি.) ৮ ফেব্রুয়ারি বুধবার সকালে বাংলাদেশ শস্য গবেষণা ইনষ্টিটিউটের(বিএসআরআই) ট্রেনিং বিভাগে চরাঞ্চলে আখ চাষের মাধ্যমে দারিদ্রদূরী করণ প্রকল্পের অর্জণ এবং ভবিষ্যত কর্মপন্থা চিনহিত করণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, বিএসআরআইয়ের মহাপরিচালক ড.মু.খলিলুল রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, বিএসআরআইয়ের গবেষণা বিভাগের পরিচালক ও পার্বত্য অঞ্চলস্থ পাহাড়ি প্রকল্পের পিডি ড.মো.আমজাদ হোসেন। বৃহত্তর রংপুর চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থানের সৃষ্টির লক্ষে ইক্ষুচাষ প্রকল্পের পিডি ড.সমজিত কুমার পাল কর্মশালায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন,সাংবাদিক তৌহিদ আক্তার পান্না,মাহবুবুল হক দুদু,এসএম রাজা,স্বপন কুমার কুন্ডু,এসএম,ফজলুর রহমান,আব্দুল বাতেন ও ওহিদুজ্জামান টিপু।
প্রধান অতিথির বক্তব্যে বিএসআরআইয়ের মহাপরিচালক ড.মু.খলিলুল রহমান বলেন,আখ চাষ দীর্ঘ মেয়াদি। আখ ১২ থেকে ১৪ মাস পর্যন্ত মাঠে রাখতে হয়। এতে চাষিরা লাভবান কম হয়। কম সময়ে বেশী আয়ের সুবিধার্থে সবজি ও ফিসারিজেও পৃথিবীতে কর্ম সংস্থানের ব্যবস্থা হয়েছে। এ কারণে আখ চাষের পরিধি কমে গেছে। আখ চাষের বেশিরভাগ জমি ভুট্টা চাষের জন্য দখল হয়ে গেছে। যেখানে অন্যান্য ফসল হয়না,সে খানে আখের চাষ করা হচ্ছে। এমনকি বর্তমানে চর ও পাহাড়েও আখের চাষ করা হচ্ছে।
ড.মু.খলিলুল রহমান আরও বলেন,২০০২ সাল থেকে সুগার বিট হতে চিনি সংগ্রহ করা হচ্ছে। শুধু সুগার বিট থেকেই শতকরা ৫৫ ভাগ চিনি সংগ্রহ করা যায়। এ ক্ষেত্রে সুগার বিটের এক হেক্টর জমি থেকে সাড়ে তিন মে.টন চিনি সংগ্রহ করা যায়। এ জন্য পঞ্চগড় থেকে শুরু করে ভোলা জেলা পর্যন্ত সুগার বিট উৎপাদন করা হচ্ছে। প্রতিটি মানুষের ১৩ কেজি করে হিসাবে ১৬ কোটি মানুষের ২১ লাখ মে.টন চিনি লাগে। ব্যাপক ঘার্তি পূরণে বিদেশ থেকে চিনি আমদানী করতে হয়। চিনির পাশাপাশি সুগার বিট, গোল পাতা,তাল ও গেজুর গাছ থেকে প্রায় ৫/৬ লাখ মে.টন গুড় উৎপাদন করা হয়। সঠিক সময়ে প্রয়োজন অনুযায়ী গবেষণা ও প্রকল্প বাস্তবায়নের আর্থিক বরাদ্দ পেলে দারিদ্র দূরীকরণ সহজ হবে বলেও জানানো হয়।
সাংবাদিকরা বিএসআরআইয়ের চলমান সকল প্রকল্প সম্পর্কে সময়মত অবহিত করণ এবং মাঝে মধ্যেই প্রত্যেকটি প্রকল্পের অবস্থা সম্পর্কে সেমিনারের মাধ্যমে দেশবাসিকে অবহিত করার দাবি জানান। কর্মশালায় মঙ্গা এলাকাসহ বিভিন্ন চরাঞ্চলে আখ চাষ ও দরিদ্রমানুষের আর্থিক সাফল্যের ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়।