বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » হরিণবাড়িয়া লালদিয়া পর্যটন কেন্দ্রের বেহাল দশা
হরিণবাড়িয়া লালদিয়া পর্যটন কেন্দ্রের বেহাল দশা
বরগুনা প্রতিনিধি :: (২৭ মাঘ ১৪২৩ বাঙলা: বাংরাদেশ সময় রাত ৮.৪০মি.) মৌসুমে পর্যটক শূন্য হয়ে পরেছেেএক সময়ের জনপ্রিয় বরগুনার হরিণবাড়িয়া লালদিয়া পর্যটনকেন্দ্র। সংস্কারের অভাবে এমন বেহাল দশা এ জনপ্রিয় পর্যটন কেন্দ্রটির।
পর্যটন কেন্দ্রে বনের প্রাকৃতিক দৃশ্য দেখতে এসে নানান ভোগান্তির শিকার হয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা। তবে পর্যটকদের সকল সুবিধা নিশ্চিত করার লক্ষে সংস্কারের আশ্বাস দিলেন কর্তৃপক্ষ।
পাথরঘাটা উপজেলার হরিণবাড়িয়া লালদিয়া পর্যটন কেন্দ্র। বনের মধ্যে ১শ ফিট টাওয়ারে উঠে বনের সৌন্দর্য্য উপভোগ করার সর্বোত্তম স্থান এটি। আবার বনের মধ্যের আকা বাকা ফুট ট্রেইলের উপর দিয়ে হেটে গভীর অরন্যে মিশে যাওয়ার সুবর্ন সুযোগ রয়েছে এখানে। তবে দীর্ঘ দিনের সংস্কারের অভাবে বর্তমান পর্যটন মৌসুমে পর্যটক শূন্য এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি। ভ্রমন পিপাসুদের পর্যটন কেন্দ্রে প্রবেশ করার জন্য ফুট ট্রেইল রয়েছে বিপদ জনক অবস্থায় যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। যে দু, এক জন পর্যটক আসছে তারা বলছে দ্রুত সংস্কার না করলে পর্যটক হারাবে এ পর্যটন কেন্দ্র।
এদিকে দীর্ঘদিনেও সাগড় পর্যন্ত ফুট ট্রেইলের কাজ শেষ না হওয়ায় পর্যটন কেন্দ্রের প্রধান আকর্ষন সূর্যাস্ত ও সূর্যোদয় দেখা থেকে বঞ্চিত হচ্ছেন পর্যটকরা। তবে যে পর্যন্ত ফুট ট্রেইলের কাজ শেষ হয়েছে সে টুকুও কাজ শেষ হওয়ার পরপরই বিপদ জনক হয়ে পড়েছে বলেও অভিযোগ পর্যটকদের। পর্যটক হোসাইন মাহামুদ জানায়, আমরা বরিশার থেকে ছেলে-মেয়ে ও পরিবারের সবাইকে নিয়ে আসছি হরিণবাড়িয়া লালদিয়া পর্যটন কেন্দ্রটি গুরে দেখার জন্য। এখানে কোন হোটেল মোটেল নেই। আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা অনুরোধ করবো হরিণবাড়িয়া লালদিয়া পর্যটন কেন্দ্রটি পরিচর্যা করে রাখলে শুদুর থেকে দর্শনার্থীরা এসে আনন্দ পাবে।
পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো: সোলায়মান শেখ বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডের টাকায় ২০১৫ সালে লালদিয়া সংরক্ষিত বনাঞ্চলে জীব বৈচিত্র সংরক্ষন ও ইকোটুরিজম সুযোগ বৃদ্ধি করতে এ পর্যটন কেন্দ্রটি নির্মান করে বন বিভাগ। আমরা আশা করি পর্যটকরা এসে হরিনবাড়িয়া রালদিয়ার দেখে মুগ্ধ হবে।