মঙ্গলবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » যৌথ বাহিনীর অভিযানে ২ ইউপিডিএফ সদস্য অস্ত্রসহ আটক
যৌথ বাহিনীর অভিযানে ২ ইউপিডিএফ সদস্য অস্ত্রসহ আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় বেলা ২.৫১মি.) খাগাড়ছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার তাপিতাপাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ ইউপিডিএফ’র ২জনকে আটক করেছে ।
১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর রাতে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে একজন পাহাড়ের সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)‘র সামরিক শাখার নেতা রয়েছে বলে জানিয়েছে আইন শৃংখ্যলা বাহিনী।
যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে খাগড়াছড়ি ব্রিগেডের (জি.টু) মেজর মোজাহিদুল ইসলাম এসজিপি‘র নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা-থেকে ভোর রাত ৬টা পর্যন্ত ৫ঘন্টা অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় ভোর রাত সাড়ে ৪টার দিকে তাপিতাপাড়া গ্রামের বাসিন্দা ও রাঙ্গামাটি জেলার বন্দুকভাঙ্গা এলাকার ইউপিডিএফ‘র সামরিক শাখার দায়িত্বরত ২য় কমান্ড সুয়ান্ত চাকমা ওরফে তমেশ চাকমা (৩৫) পিতা বিনয় কুমার চাকমা ও সোনামনি চাকমা ওরফে ভাগ্যা চাকমা (৫২)কে আটক করে। তাদের দেওয়া তথ্য মতে ১টি ভারতীয় পিস্তল ও ৩রাউন্ড গুলি এবং ১টি দেশীয় এলজি ও ২রাউন্ড গুলি, সামরিক বাহিনীর ১সেট পোশাক, ১টি টস লাইট উদ্ধার করা হয়।
এব্যপারে পানছড়ি থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।