বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » আলীকদমে জঙ্গিবাদ ও নাশকতা বিরোধী গণসচেতনতা মূলক আলোচনা সভা
আলীকদমে জঙ্গিবাদ ও নাশকতা বিরোধী গণসচেতনতা মূলক আলোচনা সভা
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::(৪ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০২মি.) পার্বত্য বান্দরবানের আলীকদমে আলীকদমে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী গণসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় আলীকদম প্রেস ক্লাব চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কোন ধর্মেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে সমর্থন করেনা। পৃথিবীতে জন্মানোর সময় কেউ সন্ত্রাসী হয়ে জন্ম নেয়না। যারা ধর্মের দোহাই দিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদও নাশকতা মূলক কর্মকান্ড করে তারা ধর্মভীরু নয় বরং তারা ধর্মের শক্রু। বক্তব্যে তিনি পবিত্র কুরআন, বাইবেল, গীতা ও ত্রিপিটকের আলোকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদও নাশকতার বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সমরঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান কাইনথপ ম্রো, অফিসার্স ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিটি সভাপতি আলহাজ মোজাম্মেল হক, সদস্য সচিব মংব্রাচিং মার্মা, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধুংড়ি মার্মা ও আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহামদ প্রমূখ।