বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা : প্রতিবাদে বিক্ষোভ
ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা : প্রতিবাদে বিক্ষোভ
পাবনা প্রতিনিধি :: পাবনা মধ্য শহরের দিলালপুর টাউন হলপাড়া এলাকায় অনুপ আগরওয়ালা (৩২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা ৷ বুধবার দিবাগত রাত দশটার দিকে এই ঘটনা ঘটে ৷ নিহত অনুপ স্থানীয় কাপড় ব্যবসায়ী শ্যাম সুন্দর আগরওয়ালার ছেলে৷ হত্যার প্রতিবাদে বৃৃহস্পতিবার বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী ৷
স্থানীয়রা জানান,পাবনা শহরের টাউন হলপাড়ায় ইছামতি নামের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে পিতা-মাতার সাথে বসবাস করে আসছিলেন অনুপ আগরওয়ালা ৷ তিনি গার্মেন্টস পোশাক ব্যবসায়ী ৷ শহরের আলহাজ্ব সুপার মার্কেটে তার চাঁদনী ফ্যাশন নামের একটি দোকান রয়েছে ৷
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আ ন ম আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় বাড়ির অদূরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের গেটের সামনে দূর্বত্তরা অনুপ আগরওয়ালাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে৷ তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ৷ ঘটনার পর রাতেই জড়িতদের গ্রেফতারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ করে নিহতের স্বজনরা ৷
এদিকে, হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নিহতের স্বজন সহ এলাকাবাসী ৷ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন ৷ মানববন্ধন থেকে নিজেদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে অনুপ আগরওয়ালা হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা ৷ পরে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে নিহতের স্বজন সহ এলাকাবাসী ৷ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৷ এছাড়া নিহতের প্রতি সম্মান ও পরিবারের প্রতি সহানুভুতি জানিয়ে আলহাজ্ব সুপার মার্কেটের সকল দোকান বৃহস্পতিবার আধাবেলা বন্ধ রাখা হয় ৷
অপরদিকে বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত শেষে নিহত অনুপের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় ৷ পরে বিকেল তিনটায় পাবনা মহাশশ্মানে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয় ৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে ৷আপলোড : ৫ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.৫৪ মিঃ