মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » বাঙ্গালীরা ভাষার জন্য জীবন দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে
বাঙ্গালীরা ভাষার জন্য জীবন দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে
মাটিরাঙ্গা প্রতিনিধি : (৯ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৪মি.) পৃথিবীতে ভাষার জন্য বাঙ্গালীরা জীবন দয়িে দৃষ্টান্ত স্থাপন করছেে উল্লখে করে খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিজ্জামান বলনে, এ অনুভূতি আমাদের সকলের মধ্যে তৈরি করতে হবে। এ আয়োজন সফল করার মধ্য দয়িইে শহীদ দিবসের চেতনাকে বাস্তবায়ন করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। ‘ভাষা-সংস্কৃতি ও বই মেলা’ মেলা বিভিন্ন ভাষা ও সংস্কৃতি একীভূত করবে। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনকে সুদৃঢ় করবে।
২০ ফেব্রুয়ারি রবিবার বিকালে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে বিভিন্ন ভাষাভাষিদের ভাষা ও সংস্কৃতির বিকাশের লক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত তিনি দিনব্যপী ‘ভাষা-সংস্কৃতি বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলনে।
মাটিরাঙ্গার ইউএনও বিএম মশউর রহমান‘র সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিআরডিবি‘র উপপরচিালক মো. আবদুল মালেক, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা থানার অফসিার ইনর্চাজ (ওসি) মো. সাহাদাত হোসনে টিটো, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মনছুর আলী ও মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন খোন্দকার বক্তব্য রাখনে।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ স্বাগত বক্তব্য রাখেন।
মাটিরাঙ্গার গণপাঠাগার চালুকরণসহ প্রতিটি ইউনিয়নে গণপাঠাগার প্রতষ্ঠিার দাবি জানিয়ে মাটিরাঙ্গা পৌরসভার মেয়রের মো. শামছুল হক বলেন, ভাষা দিবস, স্বাধীনতা দিবস আর বিজয দিবসকে একদিনের মধ্যে সীমাবদ্ধ না রখেে দিবসগুলোর মর্মবাণী র্বতমান প্রজন্মরে কাছে পৌঁছে দিতে মাটিরাঙ্গা ইউএনও বিএম মশউর রহমানের উদ্যেগের প্রশংসা করেন।
মাটিরাঙ্গায় গণপাঠাগার চালু করার উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে মাটিরাঙ্গা ইউএনও মশউর রহমান গণপাঠাগারকে শিক্ষক-ছাত্রদের সুতিকাগারে পরিণত করতে সকলের প্রতি আহ্বান জানান।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম সহ প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।