শুক্রবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদুতে শিক্ষকের বিদায়: ফিরে পাওয়ার দাবী শিক্ষার্থীদের
লংগদুতে শিক্ষকের বিদায়: ফিরে পাওয়ার দাবী শিক্ষার্থীদের
লংগদু প্রতিনিধি :: (১২ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২০মি.) অশ্রুশিক্ত চোখের জলে বিদায় নিলেন শত শত স্কুল শিক্ষার্থীর প্রাণ প্রিয় শিক্ষক মঞ্জুরুল হক।
তিনি২০১৫ সালের অক্টোবরের ১১ তারিখে ডেপুটেশনে লংগদুর চাইল্যাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।তার এই দির্ঘ ১ বছর ৪ মাস ১৪ দিনের শিক্ষকতা সময়ে তার ভালবাসা ও নিরলস পরিশ্রমের ফলে এলাকার মাঝে শিক্ষার মান উন্নত হয়েছে অনেক গুন। তার সু-শৃংখল শিক্ষা ব্যবস্থায় নম্রতায় পরিপূর্ণ হয়েছিল প্রতিটি শিক্ষার্থীর জীবন ধারা। তাই তার এই বিদায়ের বেলায় তার আদর্শে আদর্শিত শত শত ছাত্র ছাত্রীরা অশ্রুশিক্ত জলে তাকে বিদায় জানাতে উপস্থিত হন লঞ্চ ঘাটে। কান্নায় ভেঙ্গে পড়েন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদায়ী শিক্ষক মঞ্জুরুল হকের আবেগ আব্লুত শিক্ষার্থীরা বলেন,আমরা শিক্ষামন্ত্রী, উর্ধতন কর্মরর্তা, জেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় শিক্ষানুরাগী সকল বিবেকবান ব্যক্তিদের কাছে আকুুল আবেদন করছি যে,আমাদের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাটা সুন্দর করা যদি আপনাদের লক্ষ্য হয়ে থাকে,আমাদের কচি শিক্ষার্থীদের প্রতি যদি একটু ভালবাসা ও সহানুভুতি থাকে তাহলে প্রশাসনিক ভাবে আবারও আমাদের ভবিষ্যৎ উজ্জল করার একমাত্র কারিগর মঞ্জুরুল হক স্যারকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। তিনি আমাদের যে সঠিক শিক্ষা ব্যবস্থাটা দিয়েছেন তা আমরা কখনো পাইনি।যেখানে সকল শিক্ষক কড়া শাসন করেন, সেখানে তিনি অসিম ভালবাসা দিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন। চাইল্যাতলী স্কুলের মেধাবী ছাত্র বশির আহাম্মদ বলেন,আমি এই স্কুল থেকে কৃতিত্বের সাথে জেএসসি পাশ করেছি।আমরা জানি কোন শিক্ষক দ্বারা আমাদের শিক্ষা ব্যবস্থা ভাল হবে।তাই আমরা শত শত শিক্ষার্থী বিনীত ভাবে প্রশাসনকে অনুরোধ করছি স্যারকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দিন।