শুক্রবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ফ্যামেলি উৎসব
গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ফ্যামেলি উৎসব
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১২মি.) গাজীপুরে হয়ে গেল বৃহত্তর চট্টগ্রাম সমিতির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ফ্যামেলি উৎসব- ২০১৭ অনুষ্ঠান।
২৪ ফেব্রুয়ারি শুক্রবার গাজীপুরের শিমুলতলী বাংলাদেশ সমরাস্ত্র কারখান (বি ও এফ) গাজীপুর সেনানিবাসের গলফ মাঠে সারাদিন চলে ওই অনুষ্ঠান।
ফ্যামেলি উৎসব উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ ছাড়া ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের খানাপিনার উৎসব।
বৃহত্তর চট্টগ্রাম সমিতি- গাজীপুরের সভাপতি এম. শাহদাৎ হোসেন (সোহেল) এর সভাপতিত্বে ও শিক্ষা ও পাঠাগার সম্পাদক মোঃ নাজিম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ নেছারুল ইসলাম কুতুবী, সাধারণ সম্পাদক ডঃ মোঃ সেলিম উদ্দ্ন, সহ-সাধারণ সম্পাদক-১ মোঃ শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক-২ জাহেদ হোসাইন, অর্থ সম্পাদক মোঃ শাহনেওয়াজ তানভীর, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ফখরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), সাহিত্য ও সেমিনার সম্পাদক মোহাম্মদ বেলাল, ক্রীড়া সম্পাদক মোহম্মদ আবু বকর, সাংস্কৃতিক সম্পাদক রূপন চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ আলী নেওয়াজ, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুনুর রশিদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মোছাঃ নূরতাজ বেগম, নির্বাহী সদস্যা ডঃ মোঃ ফরিদুল আলম, কাজী মোঃ মোজাম্মেল হক, বৃটেন চৌধুরী, আলী মোঃ নূরুল হক চৌধুরী, কাজী মোহাম্মুদুল হক, আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। ফ্যামেলি উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)সহ সংগঠনের শিশু, নারী ও পুরুষ মিলে প্রায় ৫০০জন।
বক্তরা বলেন, ২০১০ সালে বৃহত্তর চট্টগ্রাম সমিতি- গাজীপুর নামে একটি সংগঠনের আতœ প্রকাশ ঘটে। এ সংগঠনের মাধ্যমে গাজীপুর জেলায় বসবাসরত সমিতির সদস্যগণ ও তাদের পরিবারের সদস্যদেরকে পরিচিতি করানো এবং একান্ত নিকটে বসে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে নিবির সম্পর্ক গড়ে তোলা।
সকালে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের জন্য ছিল বিভিন্ন খেলা-ধূলা, র্যাফেল ড্রসহ নানা রকম বিনোদনের আয়োজন।
বিকালে শুরু হয় চট্টগ্রামের আঞ্চলিক সংগীতশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সন্ধ্যায় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংগঠনের সভাপতি এম. শাহদাৎ হোসেন (সোহেল)।