শুক্রবার ● ৬ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্ত্রীর চোখ উপড়ে ফেলেছে স্বামী
গাজীপুরে স্ত্রীর চোখ উপড়ে ফেলেছে স্বামী
গাজীপুর প্রতিনিধি ::গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে টঙ্গীতে এক পাষন্ড স্বামী চাকু দিয়ে তার স্ত্রীর চোখ উত্পাটন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ৷ আহতাবস্থায় ওই গৃহবধূ শিউলীকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে৷ এঘটনার পর থেকে আহতের স্বামী কামাল হোসেন পলাতক রয়েছে ৷
৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর পুর্ব আরিচপুর জামাইবাজার শহীদ স্মৃতি স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে ৷ টঙ্গী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম আমাদের প্রতিনিধিকে জানান, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর পুর্ব আরিচপুর জামাইবাজার শহীদ স্মৃতি স্কুল রোড এলাকায় শফিকুর রহমানের শিবলী ম্যানশনের নীচ তলায় স্বামী কামাল হোসেন (৩৫) তার স্ত্রী শিউলী আক্তারকে (২৫) নিয়ে ১ অক্টোবর বৃহস্পতিবার জামাইবাজার এলাকার শফিকুর রহমানের শিহাব মঞ্জিলের ছয়তলা বাড়ির নিচতলায় একটি ফ্ল্যাটে ভাড়ায় ওঠেন৷ স্বামী ঢাকা শাহজালাল বিমানবন্দর এলাকায় তেল-মবিলের ব্যবসা করেন ৷ পারিবারিক কলহের জেরে ৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় ৷ এক পর্যায়ে কামাল তার স্ত্রীর মুখে স্কচ টেপ লাগিয়ে হাত বেধে ধারালো ছোরা দিয়ে খুচিয়ে শিউলীর ডান চোখ অনেকটাই তুলে ফেলে এবং বাম চোখে ও মুখমন্ডলে আঘাত করতে থাকে ৷ এসময় শিউলীর গোংরানির শব্দ পেয়ে পাশের ভাড়াটিয়া এবং প্রতিবেশিরা এগিয়ে আসলে কামাল বাইরে থেকে ঘরের দরজায় তালা দিয়ে পালিয়ে যায় ৷ পরে বাড়ির মালিক ও পুলিশকে জানায়৷ পুলিশ শিউলিকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে পাঠায়৷
টঙ্গী সরকারী হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিত্সক নুসরাত জাহান আমাদের প্রতিনিধিকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় শিউলীকে এ হাসপাতালে আনা হয়৷ শিউলীর ডান চোখের (আই) বলটি প্রায় পুরোটিই উঠে গেছে এবং বাম চোখটিতে জখমের চিহ্ন রয়েছে ৷ এখানে যতটুকু সম্ভব চিকিত্সা দিয়ে তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে ৷ আপলোড ৬ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.৪৭মিঃ