শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে প্রাণিজ সেবা সপ্তাহ শুরু
রাঙামাটিতে প্রাণিজ সেবা সপ্তাহ শুরু
ষ্টাফ রিপোর্টার :: (১৩ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০মি.) নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার থেকে পার্বত্য জেলা রাঙামাটিতে শুরু হয়েছে প্রাণিজ সেবা সপ্তাহ ২০১৭।
রাঙামাটি জেলা প্রাণী সম্পদ কার্যালয় এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে।
শনিবার সকালে রাঙামাটি জেলা প্রাণী সম্পদ কার্যালয় মিলনায়তনে সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর, কৃষি ষম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রমনী কান্তি চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম প্রমূখ ।
এর আগে সকালে প্রানিজ সেবা সপ্তাহ উপলক্ষে রাঙামাটি শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমার নের্তৃত্বে র্যালিটি রাঙামাটি শহরের তবলছড়ি হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এসে শেষ হয়। ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে জেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে তিনদিন ব্যাপী প্রাণিজ সম্পদ মেলার উদ্বোধন করা হয়।