রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খেলা » রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন
রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন
ক্রীড়া প্রতিবেদক :: (১৪ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৫০মি.) রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় রাজস্থলী উপজেলায় স্কুল ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে এক দিনব্যাপি ব্যাডমিন্টন প্রতিযোগিতা গতকাল ২৫ ফেব্রুয়ারি শনিবার বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে পুরষ্কার বিতরণী মধ্য দিয়ে বাস্তবায়ন করা হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে প্রতিযোগিতার শূভ উদ্বোধন ও সমাপনীতে বিজয়ী প্রতিযোগীদেরকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ পুরষ্কার বিতরণ করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের রাজস্থলী উপজেলার দায়িত্বপ্রাপ্ত সদস্য চান মুনি তঞ্চঙ্গ্যা।
এসময় বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে জেলা ক্রীড়া কর্মকর্তা, রাঙামটি ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যে কোন প্রকার মাদক ও সন্ত্রাস থেকে নিজেকে মুক্ত থেকে প্রথমত নিজ পড়ালেখায় মনোযোগ দিয়ে পাশাপাশি খেলাধূলায় নিজেকে ব্যস্থ রাখার জন্য অনুষ্ঠিত উদ্বোধনী ও
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের বক্তেব্যে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তুলে ধরেছেন। স্থানীয় বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয় ও রাজস্থলী উপজাতীয় আবাসিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দ্বৈত বালক-বালিকা ও একক বালক-বালিকা মোট ৪টি দলের প্রতিযোগিতার খেলায় প্রায় ৭০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেছে।
সকল বয়সের ছাত্র-ছাত্রীদের ব্যাডমিন্টন খেলার চর্চা ও অভিজ্ঞতা আছে বিধায় এতে বেশি প্রতিযোগী অংশ গ্রহন করেছে বলে উপস্থিত গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ মন্তব্য করেছেন।
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়ামোদি শিক্ষকবৃন্দ প্রতিযেগিতার আম্পায়ারের দায়িত্ব এবং বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক , ক্রীড়ামোদি ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব আখ্যেইমং চৌধুরী অনুষ্ঠিত প্রতিযোগিতার সকল প্রকারের সন্বয়কের দায়িত্ব পালন করেন।