রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » হয়রানী থেকে রক্ষা পেতে থানায় সাব্বিরের জিডি
হয়রানী থেকে রক্ষা পেতে থানায় সাব্বিরের জিডি
সিলেট প্রতিনিধি :: (১৪ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৪মি.) মিথ্যা অভিযোগ, মামলায় বিবাদী করে এবং অনলাইন নিউজ পোর্টালসহ সংবাদপত্রে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে এক নিরীহ যুবককে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যপারে গত ১৯ ফেব্রুয়ারি এই নিরীহ যুবক ছাত্রলীগ নেতা ও সমাজকর্মী সৈয়দ সাব্বির রহমান সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান রহ. থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সৈয়দ সাব্বির উপশহর এলাকার সৈয়দানিবাগের উন্মেষ ২০ নম্বর বাসার সৈয়দ শরীফের ছেলে এবং সৈয়দানিবাগ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক।
সাধারণ ডায়রিতে সাব্বির উল্লেখ করেন, বিগত কিছুদিন যাবত একটি কুচক্রি মহল তাঁর মান মর্যাদা ক্ষুন্ন করার লক্ষ্যে অন্য একটি মহলের ইন্ধনে ষড়যন্ত্র করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি মনে করেন এই ষড়যন্ত্রকারী মহল রুমা বেগম নামের এক মহিলাকে ব্যবহার করে তার সম্মানহানীসহ যে কোনো ধরনের ক্ষতি করতে পারে। তাই তাঁর নিরাপত্তা ও কুচক্রি মহলের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এব্যপারে শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে। ডায়রিতে আনিত অভিযোগ আমলে নিয়ে পুলিশ তদন্ত করছে।
এদিকে গত ২০ ফেব্রুয়ারি আব্দুল মোতালেব নামে এক ব্যক্তি সৈয়দানিবাগে একটি দোকানে চাঁদাবাজির ঘটনায় শাহপরান থানায় অভিযোগ দায়ের করেন। সে অভিযোগে সাব্বিরের নাম উল্লেখ করে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশের ঘটনায় তিনি প্রতিবাদ ও দ্বিমত পোষন করেছেন।
এব্যপারে সৈয়দ সাব্বির বিভিন্ন গনমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে লিখিত অভিযোগ করে প্রতিবাদলিপিতে উল্লেখ করেন, সমাজে তাঁকে হেয়প্রতিপন্ন করতে একটি কুচক্রি মহল ওঠেপড়ে লেগেছে। ফলে ইদানিং বিভিন্ন মামলা ও অভিযোগে তাঁকে বিবাদী করার ষড়যন্ত্র করা হচ্ছে।
সৈয়দ সাব্বির বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও গণদাবী পরিষদ বৃহত্তর সিলেটের যুগ্ম আহ্বায়ক এবং ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।
এছাড়াও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে যুব সমাজকে নিয়ে গঠিত সৈয়দানিবাগ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন তিনি।
সাব্বির সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন একজন পরিচ্ছন্ন ছাত্র রাজনীতির কর্মী হিসেবে সাংবাদিকসহ সর্বমহলে তাঁর অনেক প্রশংসা রয়েছে। কিন্তু কাউকে হয়রানী ও চাঁদাবাজি না করেও তাঁর বিরুদ্ধে পত্রপত্রিকায় লেখালেখির মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। যা আদৌও সত্য নয়।
প্রকাশ থাকা আবশ্যক বলে মন্তব্য করে সাব্বির অভিযোগ করেন, সংবাদের বরাতদাতা ও কথিত ব্যবসায়ী আব্দুল মোতালেব শাহপরান থানার একাধিক বিস্ফোরক ও ছিনতাই মামলার আসামী মিন্নত আলীর বোনের জামাই। তাহার নিকট আত্মীয়ের অপকর্মের প্রতিবাদ করাই সাব্বিরের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে।
মোতালেবের আনীত অভিযোগে দ্বিমত পোষন করে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, কথিত ব্যবসায়ী নামধারী আব্দুল মোতালেব তাহার নিকটআত্মীয় মিন্নত আলীকে রক্ষা করতে এবং আমার দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে কলঙ্কের কালিমা লেপনের জন্য পরিকল্পিতভাবে সুগভীর চক্রান্ত চালাচ্ছেন। তাই এই ঘটনার জন্য নিরপেক্ষ অনুসন্ধানী সংবাদ প্রকাশে সাংবাদিকসহ গনমাধ্যম সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি অনুরোধ জানান।