মঙ্গলবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী নির্বাহী অফিসারের বিদায় ও বরণ
কাউখালী নির্বাহী অফিসারের বিদায় ও বরণ
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: (১৬ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ বিকাল ৫.২৪ মি.) কাউখালী উপজেলার নির্বাহী অফিসারের বিদায় ও নবাগত নির্বাহী অফিসারের বরন অনুষ্ঠান ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও বরণ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা কৃষি অফিসার কাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার আফিয়া আখতার, নবাগত নির্বাহী অফিসার মো. আজগর আলী, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ডুমং ও কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম প্রমুখ।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিণয় চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা, আ’লীগ উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মো. বেলাল উদ্দিন, এনজিও কর্মী মো. জসিম উদ্দিন ও সাংবাদিক মো. ওমর ফারুক, মো. সেলিম উদ্দিন, মো. মামুন হাছান ও বরুন কান্তি চাকমা।
আলোচনা সভা শেষে কাউখালী উপজেলা পরিষদের পক্ষ হতে বিদায়ী নির্বাহী অফিসার আফিয়া আখতারকে সম্মাননা ক্রেষ্ঠ ও পুরুস্কার প্রদান করেন এবং নবাগত নির্বাহী অফিসার মো. আজগর আলীকেও উপজেলা পরিষদের পক্ষ হতে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,চেয়ারম্যান, মেম্বার,স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের পক্ষ হতে বিদায়ী নির্বাহী অফিসার ও নবাগত নির্বাহী অফিসারকে ফুল ও ক্রেষ্ঠ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয়।
উল্লেখ্য, কাউখালী উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় ১ মার্চ ২০১৭ইংরেজি তারিখে নির্বাহী অফিসার হিসাবে যোগদান করছেন সেই সাথে নবাগত নির্বাহী অফিসার চট্টগ্রাম জেলার মিরশরাই উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) থেকে পদোন্নতি পেয়ে কাউখালী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ১ মার্চ২০১৭ইংরেজি তারিখে যোগদান করেন।