শনিবার ● ৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লক্ষ্য নিয়ে শিক্ষা অর্জন করলেই জীবনে সফল হওয়া যাবে : পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর
লক্ষ্য নিয়ে শিক্ষা অর্জন করলেই জীবনে সফল হওয়া যাবে : পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::সঠিক লক্ষ্য নিয়ে পড়াশুনা করলেই জীবনে সফল হওয়া যাবে। লক্ষ্য স্থির করতে না পারলে পড়াশুনাও বিফলে যেতে পারে। তাই তোমরা যারা পড়াশুনা করছ তোমাদের উচিৎ তোমরা কে ভবিষ্যতে কি হতে চাও তা এখন থেকে ঠিক করা। তোমাদের মধ্য থেকে ডিসি, এসপি, সচিবদের মত বড় বড় অফিসার বের হয়ে আসবে। সুতরাং লক্ষ্যস্থির করতে ভুল করা যাবেনা। আলীকদম ইসলামীয়া দাখিল মাদরাসার ৫ তলা ভীত বিশিষ্ঠ ভবন উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি)। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্যে আরো বলেন, আলীকদম ইসলামিয়া দাখিল মাদরাসা গোটা আলীকদম উপজেলায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে গোটা বান্দরবান জেলার মধ্যে অগ্রাধীকার দিয়ে আধুনিকায়ন করা হবে এবং এর জন্য তিনি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে পিডিসি, জেডিসি ও দাখিল পরীক্ষায় আরো ভাল ফলাফল আশা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দীলিপ কুমার বনিক জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ইসলাম বেবী, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদ নায়িরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মল হক, বান্দরবান জেলা পরিষদের সদস্য থোয়াইচাহ্লা মার্মা, উপজেলা জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিটি সদস্য সচিব মংব্রাচিং মার্মা প্রমূখ।
মন্ত্রী দিন ব্যপী আলীকদম সফরের বিভিন্ন অংশ হিসেবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আলীকদম ইসলামিয়া দাখিল মাদরাসার ভবন উদ্বোধন, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের ভিত্তি প্রস্তর স্থাপন, ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ভিত্তি প্রস্তর স্থাপন, উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজের ভিত্তি প্রস্তর স্থাপন, আবাসিক রাস্তার মাথা মসজিদ উদ্বোধন ও মারাইংতং জাদী সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন।
মন্ত্রী মহিলাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য বিনামূল্যে পঁচিশটি সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়া দুটি সৌর বিদ্যুত, সাতাশ বান্ডেল ঢেউটিন এবং নগদ তিন হাজার করে টাকা, বাইশটি কীটনাশক স্প্রে মেশিন ও ৩ হাজার ৭ টি পরিবারের মাঝে একটি করে ভিজিডি কার্ড বিতরণ করেন।