বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রাঙ্গুনিয়ার ইয়াবা বিক্রেতা ইয়াকুব আলী অাটক
রাঙ্গুনিয়ার ইয়াবা বিক্রেতা ইয়াকুব আলী অাটক
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৫ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৭মি.) চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় ইয়াবা বিক্রির সময় মোহাম্মদ ইয়াকুব অালীকে পুলিশ অাটক করেছে। ৮মার্চ বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের অাকবর সিকদার পাড়া থেকে তাকে অাটক করা হয়। তার কাছ থেকে ২৫ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এই ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানায় পুলিশ।আটক ইয়াকুব লালানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম মোল্লাপাড়াএলাকার আব্দুল মোতালেবের
পুত্র। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলার লালানগর ইউনিয়নের আকবর সিকদার পাড়ার পশ্চিম মোল্লাপাড়া গ্রামের ইলিয়াছ কোম্পানির বাড়ির সামনে অভিযান চালায় রাঙ্গুনিয়া থানার এসআই ইসমাঈল হোসেন জুয়েলের নেতৃত্বে একদল পুলিশ। অভিযানে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে ইয়াকুব।এসআই ইসমাঈল হোসেন জুয়েল সিএইচটি মিডিয়াকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াকুব আলী ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে বলে স্বীকার করে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের কর হয়েছে বলে তিনি জানান।লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন সিএইচটি মিডিয়াকে জানান, ইউনিয়নকে মাদকমুক্ত করতে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তাকে পূর্বে হুশিয়ারি করে ছিলাম, এরপরও তার এই ধরণের কাজের অভিযোগ আসলে তাকে পুনরায় বিচারের মুখোমুখি করা হলে সে জড়িত থাকবে না বলে ইউনিয়ন পরিষদে মুছলেকা দিয়েছিল।
তিনি ইউনিয়নের মাদকমুক্ত করতে সর্বস্তরের জনসাধারণের হস্তক্ষেপ কামনা করেন।