বুধবার ● ১৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » টিটিটিআই পরিদর্শনে কুয়েত সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল
টিটিটিআই পরিদর্শনে কুয়েত সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪০মি.) কুয়েত সশ্রস্ত্র বাহিনীর দুই সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহনী কর্তৃক পরিচালিত গাজীপুরের ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিভিন্ন ট্রেডের দক্ষ জনশক্তি কুয়েত সশস্ত্র বাহিনীতে চাকরির জন্য নির্বাচন ও সম্ভাব্যতা যাচাই করতে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরের অংশ হিসেবে ১৫ মার্চ বুধবার সকালে টিটিটিআই পরিদর্শন করেন।
কুয়েত সশস্ত্র বাহিনীর কর্নেল সালাহ সউদ আল আজমীর নেতৃত্বে প্রতিনিধি দলটি টিটিটিআইতে পৌঁছলে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লেঃ কর্নেল (অবঃ) আছয়াদুর রহমান খান তাদেরকে স্বাগত জানান।
পরে কনফারেন্স হলে প্রতিনিধি দলকে টিটিটিআইয়ের কর্মকাণ্ডের ওপর একটি ব্রিফিং প্রদান করা হয়। তারা প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রশিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের (টিটিটিআই) অধ্যক্ষ লেঃ কর্নেল (অবঃ) আছয়াদুর রহমান খান জানান, কুয়েত সশস্ত্র বাহিনীতে আমাদের প্রতিষ্ঠান থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিয়োগ দিলে জনশক্তি রফতানির নতুন দ্বার উন্মোচিত হবে। এ জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, বিগত কয়েক বছর যাবত স্কিল্ড টেকনিক্যাল ম্যানপাওয়ার ইন কুয়েতের (এসটিএমকে) আওতায় বাংলাদেশ সেনা বাহিনীর সামরিক ও বেসামরিক কয়েক হাজার সদস্য কুয়েত সশস্ত্র বাহিনীতে চাকরি করছেন।
প্রতিনিধি দলটি ৫ দিন বাংলাদেশে অবস্থান করবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। এ সময় তারা দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের নতুন সম্ভাব্যতা যাচাই করবেন। প্রতিনিধি দলটি টিটিটিআই পরিদর্শনের আগে গাজীপুরস্থ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) পরিদর্শন করেন।