বৃহস্পতিবার ● ১৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ব্যবসায়ীর বাড়ির ফটক থেকে ২টি বোমা উদ্ধার
ব্যবসায়ীর বাড়ির ফটক থেকে ২টি বোমা উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি :: (২ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মি.) মেহেরপুর সদর উপজেলার টুঙ্গি গ্রামের এক ব্যবসায়ীর বাড়ির প্রধান ফটকের সামনে থেকে দু’টি বোমা উদ্ধার করেছে পুলিশ। ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পিরোজপুর পুলিশ ক্যাম্পের একটি দল উদ্ধার করে পানি-বালি ভর্তি পাত্রে প্রাথমিক নিষ্ক্রিয় করেছে। তবে কি কারণে কারা এগুলো রাখতে পারে তা এখনো উদঘাটন হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর ইউনিয়নের টুঙ্গি গ্রামের কাপড় ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহর বাড়ির সামনে দুটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পিরোজপুর পুলিশ ক্যাম্পের একটি দল বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে পানি-বালি ভর্তি পানিতে প্রাথমিক নিষ্ক্রিয় করে।
সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারণে কারা এগুলো রাখতে পারে তা এখনো ষ্পষ্ট নয়। গৃহকর্তার কাছে কেউ চাঁদাও দাবি করেনি। আতংক সৃষ্টির জন্য দুর্বৃত্ত্বরা বোমা সদৃশ্য বস্তু রাখতে পারে বলে ধারণা করছে পুলিশ।