শুক্রবার ● ১৭ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকার বিজ্ঞান সম্মত একটি রাষ্ট্র গঠন করতে চায়
সরকার বিজ্ঞান সম্মত একটি রাষ্ট্র গঠন করতে চায়
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৩ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৪মি.) অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান এমপি বলেছেন, আমাদের ছেলে-মেয়েরা এখন বিশ্বের সব স্থানে মেধা ও শিক্ষায় অবস্থান সৃষ্ঠি করেছেন। বাংলার পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ ২৫ বছর সংগ্রাম করে দেশ স্বাধীন করেছিলেন। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। এম.এ মান্নান এমপি বলেন, আমরা আগের মত বাচঁতে চাইনা। আমরা শিক্ষা চাই। সাবমেরিন নিয়ে চলতে চাই। দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের মহাসড়ক থেকে আর দেশ পিছিয়ে যাবে না। তিনি বলেন, সরকার চায় বিজ্ঞান সম্মত একটি রাস্ট্র গঠন করতে। এতে শিক্ষার বিকল্প নেই। তিনি ১৭ মার্চ শুক্রবার বিকেলে বিশ্বনাথে আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের ২৫ পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ আলী আরশের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজম আলী পরিচালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, শিক্ষাবিদ ড. কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, আল-ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ একে এম মনোহর আলী। স্বাগত বক্তব্য রাখেন তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মখব্বির আলী, শিক্ষানুরাগী অ্যাডভোকেট খালেদ হোসেন, আকতার হোসেন, ইসমাঈল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, থানার অফিসার ইন-চার্জ মনিরুল ইসলাম পিপিএম, শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আসাদুজামান আসাদ, আওয়ামী লীগ নেতা তফজ্জুল আলী, নূরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, আতিকুর রহমান আতিক, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, মকন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ শহিদুর রব, বলদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, বিএনপি নেতা সুহেল আহমদ, ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান সুইট, শাহ বুরহান আহমদ রুবেল, রাজু খান, যুক্তরাজ্য প্রবাসী ময়নুল ইসলাম খালেদ, শিক্ষানুরাগী আরজান আলী, চেরাগ আলী, তছির আলী, রফিক মিয়া, ফজলু মিয়া মেম্বার, রিয়াজ আলী, আশরাফউদ্দিন, আব্দুল মালিক রাজু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবদুল কুদ্দুছ। মানপত্র পাঠ করেন আলী হোসেন।
অনুষ্ঠান শেষে আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত শহিদ মিনারের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এম. মান্নান এমপি।