সোমবার ● ২০ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠি‘র ইব্রাহিমকে হত্যার স্বীকারোক্তি দিলো আসামী রানা
ঝালকাঠি‘র ইব্রাহিমকে হত্যার স্বীকারোক্তি দিলো আসামী রানা
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: (৬ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৮মি.) ঝালকাঠিতে সিআইডি’র হাতে আটক ইব্রাহিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামী সোহেল রানাকে ২০ মার্চ সোমবার তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর মো. এনামুল হক এনাম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে শুনানী হবে। তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর মো. এনামুল হক এনাম জানান, গত ২৮/০৬/২০১৬ ইংরেজি তারিখে রাতে খাবার খেয়ে রাজাপুর থানার কানুনিয়া গ্রামের মৃত. কদম আলী’র ছেলে জাহাঙ্গীর খান রাত্র অনুমান আড়াই টার সময় প্রশ্রাব করার জন্য বাহিরে বের হলে তখন মুখোশধারী একদল ডাকাত তার দিকে অস্ত্র উচিয়ে ভয় দেখিয়ে ডাকাতি করা মালামাল সহ পালিয়ে যায় একং ডাকাত দলের সদস্য কেওতা এলাকার মো. বাবুল হাওলাদারের ছেলে সোহেল রানাকে একটি চাকু, বিদেশী টর্চ লাইট ও শাবলসহ হাতে নাতে আটক করে স্থানীয়রা তখন পুলিশকে খবর দিলে এসআই বিপ্লব মিন্ত্রী এসে আটককৃত সোহেল রানাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে প্রেরন করে পরে রানা দুই মাস জেলখাটার পর ডাকাতি করতে আসার সময় দিনমজুর ইব্রাহিম কেওতায় পাঁচআনী খালে বেষাল জাল পেতে মাছ ধরাকালে তাদের দেখে ফেলায় ইব্রাহিমকে হত্যা করে রানাদের বাড়ির জঙ্গলে লুকিয়ে রাখে। পরে ২ দিন পর পুলিশ ইব্রাহিমের মৃত দেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মৃত. ইব্রাহিমের ছেলে ইলিয়াচ খান বাদি হয়ে আদালতে ১৪ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেন। মামলাটি সিআইডি তদন্ত করছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার দুপুরে ঝালকাঠি জেলা জজ আদালতের সামনের রাস্তা থেকে সিআইডি গোপন সংবাদের ভিত্ত্বিতে রাজাপুরের কেওতা গ্রামের দিনমজুর ইব্রাহিম হত্যা মামলার প্রধান সোহেল রানা(৩০)কে আটক করেতে সক্ষম হন। ঝালকাঠি সিআইডি’র অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক এনাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, রাজাপুর থানার মামলা নং-০৯ (তারিখ-৬/১০/২০১৬) এর সম্পুরক এজাহার নামীয় আসামী সোহেল রানা।