বুধবার ● ২২ মার্চ ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে পহেলা বৈশাখ পালনে প্রস্তুতি সভা
খাগড়াছড়িতে পহেলা বৈশাখ পালনে প্রস্তুতি সভা
খাগড়াছড়ি প্রতিনিধি ::(৮ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৬মি.) পাহাড়ের প্রাণের উৎসব ঐতিহ্যবাহী বৈসু, সাংগ্রাই, বিজু (বৈসাবি) ও বাংলা নববর্ষ পালনে প্রস্তুতি সভা হয়েছে।
২২ মার্চ বুধবার দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশেপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় `বৈসাবি’ উৎসবকে আনন্দঘন পরিবেশে উদযাপনে ১১ এপ্রিল আনন্দ র্যালি, গুনীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ কুমার চাকমা, পুলিশ সুপার আলী আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন, সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, জুয়েল চাকমা, প্রবীণ ব্যক্তিত্ব নুরুন্নবী চৌধুরী, বিভাগীয় প্রধান, স্থানীয় সাংবাদিক, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজা, জনপ্রতিনিধি ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।