বুধবার ● ২২ মার্চ ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে হিজড়াদেরকে প্রশিক্ষণ প্রদানসহ সেলাই মেশিন বিতরণ
গাজীপুরে হিজড়াদেরকে প্রশিক্ষণ প্রদানসহ সেলাই মেশিন বিতরণ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৪মি.) হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ২১ মার্চ মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল রাজ নাট মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জিল্লার রহমান।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান, সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মনজুরুল হক, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক শংকর শরন সাহা ও হিজড়া প্রতিনিধি তোড়া প্রমুখ। অনুষ্ঠানে গাজীপুরের টঙ্গী, কোনাবাড়ী ও কালিয়াকৈরের হিজড়া পল্লীর ৫০ জন হিজড়াকে সেলাই মেশিন প্রদান করা হয়।
হিজড়া প্রতিনিধি তোড়া হিজড়া বলেন, তাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তাদের সমাহিত করার জন্য পৃথক জায়গা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান।
তিনি বলেন, আমরা মানুষের পেটে জন্ম নিলেও এ সমাজে আমাদের তেমন স্থান নেই। আমরা হিজড়ারা সকল প্রকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান থেকে আমরা অনেটাই বঞ্চিত। একজন হিজড়া মারা গেলে তাকে সমাহিত করতে অনেক কষ্ট করতে হয়। সমাজের সাধারণ মানুষ তাদের ঘৃণার চোখে দেখে। আদর-ভালোবাসা থেকে তারা বঞ্চিত।
তাই হিজড়াদের জীবন মান উন্নয়ন এবং মৌলিক অধিকার প্রদানের জন্য দাবি জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব মো. জিল্লার রহমান বলেন, হিজড়াদের পূর্নবাসনের জন্য সেলাই মেশিন বিতরন ছাড়াও নানামুখি কর্মসূচী নেয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সকল হিজড়াদের দর্জি বিজ্ঞান ও সেলাই প্রশিক্ষন দেয়া হবে।
প্রধান অতিথি আরো বলেন, তাদের আলাদা কবরস্থানের জায়গা দেখার তাগিদ দেন। তিনি সবাইকে তাদের প্রতি ভালো আচরণ এবং হিজড়াদের মানুষের সঙ্গে সভ্য আচরণ করতে বলেন। সচিব বলেন, জরিপ অনুযায়ী হিজড়াদের স্মার্ট কার্ড দেয়া হবে।
পরে হিজড়াদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ অনুষ্ঠানে জেলার কয়েকশত হিজড়া যোগ দেন।
উল্লেখ্য, গাজীপুরের টঙ্গী, কোনাবাড়ী ও কালিয়াকৈরের হিজড়া পল্লীর ৫০ জন হিজড়াকে দীর্ঘ ৫০ দিন ব্যাপী দর্জি বিজ্ঞান ও সেলাই প্রশিক্ষন দেয়া হয়।