শুক্রবার ● ২৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রাঙ্গুনিয়ায় টমেটো চাষে অার্থিক স্বচ্ছলতা ফিরে এসেছে
রাঙ্গুনিয়ায় টমেটো চাষে অার্থিক স্বচ্ছলতা ফিরে এসেছে
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি ::(১০ চৈত্র ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১২ মি.) রাঙ্গুনিয়া সৈয়দ নগর পারুয়া ৩নং ওয়ার্ড ৫নং ইউনিয়নের চৌধুরী পাড়ার স্থানীয় বাসিন্দা হিমেল দাশ ওরফে রাসু সে টমেটো চাষ করে তার পরিবারের অার্থিক স্বচ্ছলতা ফিরে পেল। সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে তিনি বলেন,অামি মধ্যবিত্ত পরিবারেব সন্তান অামি লেখাপড়ার ফাকে ফাকে অামার পরিবারের সাথে কৃষি কাজ করি। বর্তমানে অামি ৫টি জমিনে টমেটো চাষ করেছি ইতি মধ্যে বাজারেও বিক্রয় করে অানুমাণিক ২০থেকে ৩০ হাজার টাকা উপার্জন করেছি। তার পরিবার সূত্রে জানা যায়,তার মা ভিবা রাণী দাশ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, অামার স্বামী যখন খুব ছোট কালে অামার দুই সন্তান এক মেয়ে রেখে মারা যান তখন থেকে অামি অনেক পরিশ্রম করে অামার সন্তানদের লেখাপড়া করিয়েছি এখন অামার এক ছেলে রাঙামাটি সরকারি কলেজ এ অনার্সে লেখাপড়া করে মেয়েকে বিয়ে দিয়েছি অার অামার ছোট ছেলে এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ির কৃষি জমির চাষ করে সে এখন একজন সফল স্বাবলম্বী, ভিবা রাণী দাশ আরো বলেন অামার বাড়িতে বৃদ্ধা শশুর শাশুড়ি এখনও অামার ছোট ছেলেকে কৃষি কাজে সাহায্য করেন। হিমেল দাশ ওরফে রাসু সে বলেন এখন অামার পরিবার নিয়ে অামি সুখে অাছি। স্থানীয় জনগনের কাছ থেকে জানা যায়, সে কৃষি কাজে কঠোর পরিশ্রম করে অাজ তার কাছে সফলতার চাবি ধরা দিয়েছে।