শনিবার ● ২৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে গণহত্য দিবস পালিত
পানছড়িতে গণহত্য দিবস পালিত
পানছড়ি প্রতিনিধি :: (১১ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৪মি.) গণহত্যা দিবসে উপলক্ষে খাগড়াছড়ি‘র পানছড়িতে আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৫ মার্চ শনিবার সকালে দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়।
পানছড়ি উপজেলা আ‘লীগের সভাপতি মো. বাহার মিয়া‘র সভাপতিত্বে উপজেলা আ‘লীগের যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দেব এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দে, যুব লীগের সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন প্রমূখ। সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পুসাপমাল্য অর্পণ ও ১মিনিট নিরবতা পালন করেন।
অপর দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্তর থেকে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন ছিদ্দিক এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যানের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। রির্সোস কর্মকর্তা মো. খলিলুর রহমান জাহিদ এর পরিচালিত সভায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মো. আঃ জব্বার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দে, যুব লীগের সাধারণ সম্পাদক ও ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, পানছড়ি ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কাসেম প্রমূখ।