রবিবার ● ২৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » স্বাধীনতা দিবসে রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা
স্বাধীনতা দিবসে রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা
ষ্টাফ রিপোর্টার :: (১২ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ২.১৮মি.) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম। তাদের আত্মত্যাগের বিনিময়ের কারণেই আমরা আজ স্বাধীন জাতি হিসেবে পরিচিতি পেয়েছি। তাদের এই আত্মত্যাগের মূল্য কিছুতেই শোধ হবেনা। বর্তমান সরকার দেশের সকল মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশে জঙ্গীবাদ মাথাচারা দিয়ে উঠায় উদ্বেগ প্রকাশ করে তিনি সমাজে জঙ্গীবাদ প্রতিরোধে মুক্তিযোদ্ধা’সহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
২৬ মার্চ রবিবার স্বাধীনতা দিবসে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এসব কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, পরিষদের সদস্য চাঁনমুনি চাকমা ও জ্ঞানেন্দু বিকাশ চাকমা’সহ রাঙামাটি মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা আরো বলেন, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধের সময় দেশ মার্তৃকার টানে সাধারণ মানুষ যেভাবে যুদ্ধে ঝাপিয়ে পরেছিল সেভাবে এখন দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির জেলা প্রসাশক মানজারুল মান্নান বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখনি জঙ্গিবাদ সন্ত্রাস মাথাচারা দিয়ে উঠছে। এতে বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। দেশকে উন্নতির দিকে নিতে হলে জঙ্গীবাদ সন্ত্রাসকে নির্মূল করতে হবে বলে উল্লেখ করে তিনি জঙ্গীবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে জেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।