রবিবার ● ২৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথ-লামাকাজী সড়ক সংস্কার কাজের শুরুতেই অনিয়ম
বিশ্বনাথ-লামাকাজী সড়ক সংস্কার কাজের শুরুতেই অনিয়ম
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১২ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ২.১৮মি.) দীর্ঘ জনদূর্ভোগের পর অবশেষে শুরু হয়েছে বিশ্বনাথ উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়ক বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কের অবশিষ্ট ৯ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ। তবে সংস্কার কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ করছেন স্থানীয় এলাকাবাসী।
এদিকে, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল শনিবার দুপুরে সরেজমিন বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়ক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। এসময় তিনি এলাকাবাসী, সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও সওজ’র কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং সড়কে যেসকল স্থানে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এসব স্থানে পুনঃরায় সংস্কার কাজ করতে কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
জানা গেছে, বিশ্বনাথ উপজেলার জনগুরুত্বপূর্ণ ‘বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী’ সড়কটি যথসময়ে সংস্কার কাজ না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ২০১৫ সালে বিশ্বনাথ থেকে ৩ কিলোমিটার রাস্তা সংস্কার কাজ করা হলেও এখনো রয়ে যায় এই সড়কের অবশিষ্ট অংশ (অধিক ক্ষতিগ্রস্থ অংশ) সংস্কার কাছের বাকি। সড়কে থাকা গর্তগুলোতে পানি জমে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। গত বছর রশিদপুর থেকে সড়কটির প্রথম ছয় কিলোমিটার অংশে সংস্কার কাজ সম্পন্ন হয়, তবে কোন সংস্কার কাজ করা হয়নি। অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি প্রেক্ষিতে সড়কের অবশিষ্ট অংশ (রামপাশা থেকে লামাকাজী পর্যন্ত) ৯ কিলোমিটার সংস্কার কাজের জন্য ৭ কোটি টাকা বরাদ্ধ করা হয় এবং টেন্ডার সম্পন্ন হলে জন জেরী কনট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান গত সপ্তাহে সংস্কার কাজ শুরু করে। সড়কের কাদিপুর দশদল নামক স্থানে (অধিক ক্ষতিগ্রস্থ অংশে) গর্ত করে সড়কের মাটি অন্যত্র সরিয়ে যেভাবে কাজ করা করার কথা সেইভাবে কাজ না হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও জাতীয় পার্টির নেতারা এমপিকে বিষয়টি অবগত করেন এবং কাজ বন্ধ রাখতে কর্তৃপক্ষকে বলেন। কিন্ত অভিযোগকারীরা চলে যাওয়ার পর ঐ দিন গভীর রাতে দ্রুত কাজ সম্পন্ন করা হয় বলে অভিযোগ করেন এলাকাবাসী। এরপর গতকাল শনিবার সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী নুরুল মজিদ চৌধুরীকে সাথে নিয়ে সরেজমিন এলাকার পরিদর্শন করে সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
এব্যাপারে প্রকল্প ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলেন, সঠিক নিয়মেই কাজ চলছে। আনিত অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী নুরুল মজিদ চৌধুরী বলেন, সড়কের যে স্থানে অভিযোগ পাওয়া গেছে ঐ স্থানে পুনরায় সংস্কার কাজ করতে ঠিকাদারকে বলা হয়েছে।
সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, সংস্কার কাজের শুরুতেই যদি অনিয়ম করা হয় তাহলে পুরো কাজের কি অবস্থা হবে? তাই সংস্কার কাজে কোন অনিয়মকে ছাড় দেওয়া হবে না। সঠিক নিয়মে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে বলে তিনি জানান।