রবিবার ● ২৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
রাউজান প্রতিনিধি :: (১২ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০২মি.) নানা আয়োজনে ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল জাতীয় সঙ্গীত পরিবেশন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও দেওয়ালিকা প্রকাশ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমাম গাজ্জালী কলেজ’র উপাধ্যক্ষ সরওয়ার কামাল চৌধুরী।
বক্তব্য রাখেন অধ্যাপক শাহাব উদ্দীন, অধ্যাপক আবদুস সালাম
সঞ্চালনায় ছিলেন ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আমির হামজা।
প্রধান অতিথির বক্তবে সরওয়ার কামাল চৌধুরী বলেন, জঙ্গিবাদের সমস্যা দূর করতে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ শান্তিবাদে বিশ্বাস করেন, তবে যে কোন সময় যে কোন কিছু হতে পারে এ ধরনের সমস্যা সমাধানে আমদের সকলের এগিয়ে আসতে হবে, তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন জঙ্গী নেই। তিনি বলেন সন্দেহজনক কিছু দেখলে-শুনলে সাথে সাথে আমাদেরকে জানালে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহন করব।