মঙ্গলবার ● ২৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » প্রাণভিক্ষা চেয়েছেন মুফতি হান্নান
প্রাণভিক্ষা চেয়েছেন মুফতি হান্নান
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৪ চৈত্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বেলা ২.২৬মি.)মৃত্যুদ-প্রাপ্ত জঙ্গি মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন।
২৭ মার্চ সোমবার সন্ধ্যায় তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন জমা দিয়েছেন।
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন জমা দিয়েছেন।
এর আগে গত ২১ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে মৃত্যুদ-প্রাপ্ত মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের ফাঁসির রিভিউ আবেদন খারিজের রায়ের কপি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। ফাঁসির রিভিউ আবেদন খারিজের রায় পরদিন বুধবার মুফতি হান্নানকে শোনানো হয়।
এ সময় মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার ব্যাপারে মত প্রকাশ করেন। এ ছাড়া তার সহযোগী এবং ওই মামলার অপর আসামি শরীফ শাহেদুল বিপুলকে রায় শোনানো হলে তিনিও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার ব্যাপারে মত প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের (রঃ) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
এ মামলার রায়ে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদ- এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদ- দেন।
মুফতি হান্নান ও শরীফ শাহেদুল বিপুলকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং দেলোয়ার হোসেন রিপনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।