মঙ্গলবার ● ২৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » পাবনা » নতুন প্রজন্মের হাতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দায়িত্ব তুলে দিতে হবে
নতুন প্রজন্মের হাতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দায়িত্ব তুলে দিতে হবে
পাবনা প্রতিনিধি :: (১৪ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংরাদেশ সময় রাত ১০.৫০মি.) সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ’৭১’র চেয়ারম্যান বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল(অবঃ) কে এম শফিউল্লাহ বীর উত্তম বলেছেন- বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। এজন্য মুক্তিযোদ্ধাদের সংস্পর্শে আনতে হবে। মুক্তিযোদ্ধারা শেষ হয়ে যাবে কিন্তু চেতনা শেষ হবে না। দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনা বিশেষ প্রয়োজন। নতুন প্রজন্মের হাতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের ঝান্ডা তুলে দিতে হবে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতা বিরোধীরা স্বাধীনতা পুরস্কার পাচ্ছে এটা জাতির জন্য খুবই দু:খ জনক। এটার দায়িত্বে যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। মুক্তিযোদ্ধাদের যাচাই বাচাই ঘরে বসেই করা যেত। এভাবে যাচাই বাচাইয়ের অর্থ হয় না। গণ হত্যা দিবস সংসদে পাশ হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
২৮ মার্চ মঙ্গলবার বিকেলে সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখা’র আয়োজনে পাবনা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে এক শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা এবং সেক্টর কমান্ডারস্ ফোরাম’র-মুক্তিযুদ্ধ’৭১’র পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
ফোরামের পাবনা জেলা শাখা’র সভাপতি মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ’৭১’র ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্নেল(অবঃ) আবু ওসমান চৌধুরী, সহ-সভাপতি এডিশনাল আইজি, পুলিশ (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম, সহ-সভাপতি সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল আলম, মহসচিব মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব, যুগ্ম-মহাসচিব অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারী, দপ্তর সম্পাদক মেজর (অবঃ) বীর মুক্তিযোদ্ধা শেখ দলিল উদ্দিন আহমেদ, পাবনা জেলা ফোরামে’র সদস্যবৃন্দ, পাবনা জেলার বীর মুকিযোদ্ধাগন, ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজ’র শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে পাবনা জেলা ও সদর উপজেলা সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।