বুধবার ● ২৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » ঢাকা » হাজারীবাগে মাদ্রাসা প্রধানের স্বেচ্ছাচারীতা
হাজারীবাগে মাদ্রাসা প্রধানের স্বেচ্ছাচারীতা
ঢাকা প্রতিনিধি :: (১৫ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১০মি.) ২৯ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় ঢাকাস্থ হাজারীবাগ দারুল কুরআন মডেল মাদ্রাসার অভিভাবকরা মাদ্রাসা প্রধানের অনিয়ম ও স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে অনানুষ্ঠানিকভাবে এক স্বাক্ষর কর্মসূচীর আয়োজন করেন।
একই সাথে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে অভিভাবকদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা লিখিত আকারে পেশ করা হয়। মাদ্রাসার চেয়ারম্যান বরাবর উত্থাপিত সেই আবেদন-এ উল্লেখ করা হয়েছে, ‘মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা কাজী জালাল উদ্দীন ও খন্ডকালীন সহকারী শিক্ষক বিপ্লব হোসাইন এর বিতর্কীত কর্মকান্ডে তারা উদি¦গ্ন। সহকারী শিক্ষক ‘বিপ্লব হোসাইন’ শিক্ষার্থীদের সাথে শিক্ষকসুলভ আচরণ না করে অতিমাত্রায় বন্ধুভাবাপন্ন, অপেক্ষাকৃত বেশি বয়সি মেয়েদের সাথে তিনি সখ্যতা তৈরীতে অধিক আগ্রহী। শিক্ষার্থীরা অধিকাংশ সময়ে এধরণের শিক্ষকদের কাছে অসহায় হয়ে পড়ছে।’ আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ‘প্রতিষ্ঠান প্রধান প্রায় সময় অনুপস্থিত থাকেন। আবার যে দিন আসেন সেই দিন ১/২ ঘন্টা অবস্থান করেই চলে যান। নিজের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করতেই প্রিন্সিপ্যাল সাহেব মাদ্রাসার পরিচয় ব্যবহার করছেন।’ তাদের অভিযোগগুলোতে তুলে ধরা হয়েছে, ‘শিক্ষক নিয়োগে স্বেচ্ছাচারীতা, পাঠদানে অযোগ্য শিক্ষকদের নিয়োগ প্রদান, শিক্ষদের সাথে সংঘাতপূর্ণ আচরণ, শিক্ষকদের মধ্যে পারস্পরিক আচরণের ব্যতয় ঘটলেও তাদের মধ্যে সুষ্ঠু সমাধানের বিপরীতে উস্কানীমূলক বক্তব্য দেয়া, সিনিয়র ও দক্ষ শিক্ষকদের চেয়ে জুনিয়র শিক্ষকদের অধিক বেতন নির্ধারণ, কতিপয় শিক্ষকদের বই বিক্রি বাণিজ্য, কোচিং এর সময় বন্টন নিয়ে শিক্ষকদের মাঝে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হওয়া নি:সন্দেহে ন্যাক্কারজনক। একই সাথে তারা অভিযোগ করে বলেন, শিক্ষক বিপ্লবকে অপসারণ করা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর। নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, অভিভাবকদের এই অভিযোগগুলো আমলে না নেয়া হলে যে কোনো মুহূর্তে প্রতিষ্ঠানের মধ্যে অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরী হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দেয়া যায় না।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিষ্ঠান প্রধানের কোনো বক্তব্য পাওয়া যায় নি।