বুধবার ● ২৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » নিখোঁজ মনজিয়ারাই কি জঙ্গি মর্জিনা কিনা জানতে সিলেটে স্বজনরা
নিখোঁজ মনজিয়ারাই কি জঙ্গি মর্জিনা কিনা জানতে সিলেটে স্বজনরা
সিলেট প্রতিনিধি :: (১৫ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩৩ মি.) নিখোঁজ মনজিয়ারাই কি জঙ্গি মর্জিনা কিনা জানতে সিলেটে এসেছে তার বাবা এবং ভাই। দীর্ঘদিন থেকে মনজিয়ারাই নিখোঁজ রয়েছেন।
২৯ মার্চ বুধবার লাশ সনাক্ত করার জন্য মনজিয়ারার বাবা নূরুল ইসলাম ও বড় ভাই জিয়ারুল হক সিলেটে পৌঁছান।
মনজিয়ারা পারভীন সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের অভিযানে নিহত জঙ্গি জুবাইরা ইয়াসমিনের বোন।
ধারণা করা হচ্ছে সিলেটের শিববাড়ির আতিয়া মহলে সেনা অভিযানে নিহত নারী জঙ্গি হচ্ছেন মনজিয়ারাই । যাকে সবাই মর্জিনা বলে জেনে আসছেন।
মনজিয়ারাইয়ের বাবা ও ভাই বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি থেকে সিলেটে এসেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।