বুধবার ● ২৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইতি হত্যাকারীর বিচারের দাবীতে পানছড়িতে মানববন্ধন
ইতি হত্যাকারীর বিচারের দাবীতে পানছড়িতে মানববন্ধন
মো. হেলাল উদ্দিন পানছড়ি প্রতিনিধি :: (১৫ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২১ মি.) খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী ইতি চাকমা‘র খুনীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন, কালো ব্যাজ ধারণ, মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) সমর্থিত ৫নারী সংগঠনের পূর্ব ঘোষিত এই কর্মসূচি ডাকে বুধবার এ কর্মসূচি পালিত হয়। ইউপিডিএফ সমর্থিত ৫নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক নারী সমাজ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও নারী আত্মরক্ষা কমিটি‘র ডাকে পানছড়ি ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় কলেজ চত্তরে মানববন্ধন অনুষ্টিত হয়।
এ সময় বক্তাগন ১১দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবী জানান। দাবী গুলো হলো : ১.অভিলম্বে ইইত‘র খুনিদের আটক ও সাজা প্রদান পূর্বক তনু-থুইশ্রা চিং সবিতা চাকমাসহ বিভিন্ন ময় খুন ধর্ষণের অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ২.রাঙামাটি ভকেশনাল ট্রেক্রটাইল ইন্সটিটিউটের দুশ্চরিত্র পিন্সিপালের অপসারণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, সরকারী-বে-সরকারী সংস্থায় নিয়োজিত লম্পট চরিত্রের শিক্ষক-কর্মকর্তা-জওয়ানদের চিশ্চিত করে শাস্তি দিতে হবে।
৩.ছাত্রী উত্যক্তকারীদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নিতে হবে। ৪.শিক্ষা প্রতিষ্টান, অফিস-আদালতে নারী ছাত্রী উপযোগী টয়লেট বন্দোবন্ত করতে হবে। ৫.স্কুল কলেজগামী শিক্ষার্থীদের কাছ থেকে বাস ভাড়া অর্ধেক প্রদানের আইন করতে হবে।
৬.ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের নাম ও ফোন নাম্বার প্রদর্শন বাধ্যতামূলক করতে হবে।
৭.পার্বত্য চট্রগ্রামের স্কুল –কলেজ শিক্ষা প্রতিষ্টানসমূহে গালর্স গাইড, বয়স্কাউট, রোভার স্কাউড শিক্ষা চালু করতে হবে।
৮.বার্ষিক ক্রিড়া অনুষ্টান, বির্তক প্রতিযোগীতা ও শিক্ষা সফরের বন্ধোবস্ত করতে হবে। ৯.শিক্ষা প্রতিষ্টানে ছাত্র সংসদ চালু করতে হবে।
১০.পার্বত্য চট্রগ্রামে সভা-সমাবেশের অধিকার নিশ্চিতকরণসহ অন্যায়ভাবে ধরপাকড়, হয়রানি ও অহেতুক তল্লাশী বন্ধ করতে হবে।
১১.পাঠ্যপুস্তকে ভুল ও সাম্প্রদায়িক বিদ্বেষপ্রসূত অংশ বাদ দিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার শিক্ষা দিতে হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রয়ারি রাতে খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকায় খুন হয় খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী ইতি চাকমা। ভগ্নিপতির ভাড়া বাড়িতে তাকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ইতি চাকমা জেলার দীঘিনালা উপজেলার ছনখোলাপাড়ার মৃত অন্ত্ররেন্দ্রীয় চাকমার মেয়ে। এখানে ভগ্নিপতির বাড়িতে থেকে কলেজে পড়া লেখা করতো। এ ঘটনায় ইতি চাকমার বড় বোন জোনাকি চাকমা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে থানায় মামলা দায়ের করে।
খাগড়াছড়ি থানা সূত্রে জানাগেছে মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ভগ্নিপতির বন্ধু গণতোষ চাকমাকে আটক করা হয়েছে।