বুধবার ● ২৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে দুই প্রতারক আটক
সিরাজগঞ্জে দুই প্রতারক আটক
সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৫ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৪মি.)
সিরাজগঞ্জে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা শিক্ষা অফিসে গিয়ে চাঁদা দাবীর অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার রহিমপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হাফিজুর রহমান কিরণ (৪০) ও রাজশাহী সদর উপজেলার বিল শিমলা গ্রামের আব্দুর রহমানের ছেলে পারভেজ (৩২)।
সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং জানান, সাংবাদিক পরিচয় দিয়ে ওই দু ব্যক্তি ২৯ মার্চ বুধবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অফিসে গিয়ে তার কাছে চাঁদা দাবী করেন। চাঁদা না দেয়ায় তারা ক্যামেরা দিয়ে ভিডিও করতে থাকেন। এ সময় উপজেলা শিক্ষা অফিসারসহ কর্মকর্তাগণ ওই দু ব্যক্তিকে আটক করে আমাকে অবগত করেন। সন্ধ্যার দিকে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
সদর থানার পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম সিএইচটি মিডিয়াকে জানান, আটককৃতদের বিরুদ্ধে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালেক বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। আটককৃতদের মধ্যে পারভেজ কোন পরিচয়পত্র দেখাতে পারেনি। আর কিরনের কাছ থেকে একটি স্থানীয় পত্রিকার মেয়াদ বিহীন পরিচয়পত্র ও একটি মানবাধিকার সংগঠনের পরিচয়পত্র পাওয়া গেছে। তারা থানা হেফাজতে রয়েছে।