বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কেবিনেট নির্বাচন সম্পন্ন
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কেবিনেট নির্বাচন সম্পন্ন
পানছড়ি প্রতিনিধি :: (১৬ চৈত্র ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় রাত ৯.০৫মি.) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কেবিটেন নির্বাচন ৩০ মার্চ বৃহম্প্রতিবার সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সকাল থেকেই প্রতিষ্টানটির শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে শুরু করে। ৯টা বাজার সাথে সাথে প্রধান নির্বাচন কমিশনার সুমাইয়া ইয়াছমিন লিজা‘র তত্ববধানে শুরু ভোটদান প্রকৃয়া। ভোট দেওয়ার জন্য মুহুর্তের মধ্যে পড়ে যায় লম্বা লাইন। ১৩৮১ ভোটের মধ্যে বেলা ১১টায় ১১২৪জন ছাত্র/ছাত্রী ৯টি বুথে তাদের ভোট প্রদান করে।
এবারের নির্বাচনে ৮টি পদের বিপরীতে ৬৭জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহণ করেছে। তার মধ্যে ৬ষ্ট শ্রেণীতে ১৮জন, ৭ম শ্রেণীতে ১৯জন, ৮ম শ্রেণীতে ১২জন, ৯ম শ্রেণীতে ৯জন এবং ১০শ্রেণীতে ৮জন প্রতিদন্ধীতা করছে।
নীতিমালা অনুসন্ধানে জানাযায়, ১জন ভোটার মোট ৮টি ভোট প্রদান করতে পারবে এবং ৫টি শ্রেণীতে ৫জনকে ১চি করে ভোট প্রদান করা বাধ্যতা মূলক, বাকী ৩টি ভোট যে কোন শ্রেণী থেকে অংশ নেওয়া প্রার্থীকে প্রদান করতে হবে। অপর দিকে ১ম অধিবেশনে ৮জন নির্বাচিত প্রতিনিধি থেকে ১জন প্রধান কেবিনেট ১বছরের জন্য নির্বাচিত করবেন।
এ ব্যপারে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ অলি আহাম্মদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এই নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের বিয়টি তৃণমূল পর্যায় থেকে উঠে আসবে। বিদ্যালয় জিবণ থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় ভাবেও নির্বাচিত ছাত্র/ছাত্রীর নেতৃত্ব সম্পর্কে জানতে ও বুঝতে পারবে। পরর্বতিতে রাষ্ট্রীয় ভাবে সঠিক নেতৃত্বে দানে সক্ষম হবে। সরকারের এমন সুদুর প্রসারী পুরক্লনাকে আমি সাধুবাদ জানাই।