রবিবার ● ৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশে জঙ্গিবাদের শেকড় গাড়তে দেওয়া হবেনা - র্যাব মহাপরিচালক
বাংলাদেশে জঙ্গিবাদের শেকড় গাড়তে দেওয়া হবেনা - র্যাব মহাপরিচালক
পাবনা থেকে মোবারক বিশ্বাস :: র্যাবের মহাপরিচালক বেনজির আহম্মেদ বলেছেন, দেশে জঙ্গিবাদ কখনই ঘাটি গাড়তে পারবে না ৷ কারণ দেশের ধর্ম প্রাণ মসুলমান ইসলামের নামে জঙ্গিবাদকে কখনই সমর্থন করে না ৷
পাবনায় খ্রিস্টান যাজক লুক সরকার হত্যা চেষ্টার সাথে জেএমবি জড়িত উল্লেখ করে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, বিষয়টিকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে জড়িতদের আইনের আনার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে ৷
রোববার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন ৷
র্যাবের মহাপরিচালক বেনজরি আহমেদ আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গি দমনে র্যাব ও পুলিশ ইতোমধ্যে অনেক দক্ষতার পরিচয় দিয়েছে ৷ র্যাব ও পুলিশ ইতোমধ্যে জঙ্গি ও সন্ত্রাসীদের অনেক মহাপরিকল্পনা নস্যাত করে দিয়েছে ৷ তিনি আরও বলেন, কোন কারণ ছাড়াই দুই বিদেশী হত্যা, পাবনার ঈশ্বরদীতে খ্রিষ্টান ধর্ম যাযক হত্যা চেষ্টার মত ঘটনা ঘটানো হয়েছে ৷ পুলিশ ও র্যাব এ সব ঘটনায় জড়িত গ্রেফতার এবং মদদাতাদের চিহৃিত করতে পেরেছে ৷ জঙ্গির উত্থান এ অঞ্চল থেকেই শুরু হয়েছিল ৷ তাই আমি ঢাকার পরেই এ অঞ্চল থেকেই সফর ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে মত বিনিময় করছি ৷ র্যাব এ পর্যন্ত ১১শ জেএমবি টেরোরিষ্টদের গ্রেফতার করেছে ৷ গত জানুয়ারী থেকে এ পর্যন্ত ৫৭জন জেএমবিকে আটক করেছি আমরা ৷ জঙ্গিদের প্রতি কঠোর নজরদারী করা হচ্ছে ৷
রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার চৌধুরী পিপিএম, র্যাব -১২ কমান্ডার মো: শহাবিুদ্দিন খান, ডিজিএফআই পরিচালক, এনএসআই পরিচালক, পাবনার পুলিশ সুপার মো: আলমগীর কবীর, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার দাস সহকারী পুলিশ সুপার (গোয়েন্দা) সিদ্দিকুর রহমানসহ প্রমুখ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন৷ এর আগে র্যাবের ডিজি জেলার উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ৷
আপলোড : ৮ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.২৩ মিঃ