সোমবার ● ৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় কুষ্ঠরোগের লক্ষন ও তার প্রতিকার বিষয়ক আলোচনা সভা
মাটিরাঙ্গায় কুষ্ঠরোগের লক্ষন ও তার প্রতিকার বিষয়ক আলোচনা সভা
মাটিরাঙ্গা প্রতিনিধি :: পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কুষ্ঠরোগের লক্ষণ ও প্রতিকার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷ মাটিরাঙ্গা উপজেলা হেল্থ এন্ড ডেভেলাপমেন্ট ফেসিলেটর(কুষ্ঠ বিভাগ)’র নিউটন চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গার টিএইচও মো: খায়রুল আলম ৷
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গার ইউএনও বিএম মশিউর রহমান ৷ তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন,সরকার কুষ্ঠ রোগীদের বিনামুল্যে চিকিত্সা প্রদান করছে ৷ কুষ্ঠ ছোয়াছে রোগ,এই রকম ভূল দারণা রয়েছে সাধারণ মানুষের মাঝে ৷ কুষ্ঠ কোন অভিশাপ নয়,এটি একটি রোগ মাত্র যা সময়মত চিকিত্সকের পরামর্শ নিলে একদম ভালো হয় ৷ মানুষের মাঝে প্রচলিত যে ধারণা রয়েছে তা দুর করতে বেশী বেশী প্রচার ও সচেতনতামুলক কর্মসুচীর আয়োজন করতে হবে ৷
এ সময় মাটিরাঙ্গা টিএইচও মো: খায়রুল আলম,কুষ্ঠ রোগের আক্রান্ত একজন রোগিকে দিয়ে কুষ্ঠ মানবদেহের কিভাবে প্রবেশ করে এবং ধীরে দীরে একজন সুঠাম দেহের মানুষ পঙ্গুত্ব বরণের পথে চলে যায় তা বিষদভাবে আলোচনা করেন ৷ আক্রান্ত রোগীদের মাটিরাঙ্গা হাসপাতালে প্রতিমাসের ১ম শনিবার ও মঙ্গল চিকিত্সা সেবা ও ঔষধ বিতরণ করে ৷ সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার ভয়ে বা লজ্জায় যারা চিকিত্সা সেবা নিতে এখনও আসেন নাই,তাদের শীঘ্রই মাটিরাঙ্গা হাসপাতালের কুষ্ঠ বিভাগের ডাক্তারের সাথে পরামর্শ বরার আহবান জানান৷ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরী,মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির আহবায়ক আবুল হাশেম ভূইয়া প্রমুখ ৷ আপলোড : ৮ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.০০ মিঃ