শনিবার ● ১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » মেহেরপুরে ফেন্সিডিলসহ একজন আটক
মেহেরপুরে ফেন্সিডিলসহ একজন আটক
মেহের আলী বাচ্চু, মেহেরপুর প্রতিনিধি :: (১৮ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৪মি.) মেহেরপুরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ বোতল ফেসিডিলসহ সাইফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১ এপ্রিল শনিবার সকালে ডিবি পুলিশের এসআই সায়েমের নেতৃত্বে সদর উপজেলার গোভীপুর থেকে তাকে আটক করা হয়।
এসময় ডিবি পুলিশের এএসআই ইদ্রিস আলী, রুহুল আমিন, জালাল উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন। আটক সাইফুল ইসলাম সদর উপজেলার গোভীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
এসআই সায়েম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালানা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।