সোমবার ● ৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে শ্লীলতাহানী, লুটপাট ও ভাংচুরের মামলায় ১১ আসামী গ্রেফতার
নবীগঞ্জে শ্লীলতাহানী, লুটপাট ও ভাংচুরের মামলায় ১১ আসামী গ্রেফতার
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে গৃহবধুকে শ্লীলতাহানী করে বাড়ীতে লুটপাট ও ভাংচুরের ঘটনায় ১১ আসামীকে রবিবার ভোরে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ ৷ গ্রেফতারকৃতদের ওই দিনই থানা পুলিশ হবিগঞ্জ আদালতে প্রেরন করেছে ৷ তাদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় আরো একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ ৷ গ্রেফতারকৃতরা হল, দাউদপুর গ্রামের কামাল মিয়া (৩২), আজিদ মিয়া (২৫), শেবুল মিয়া (৩৫), শিশু মিয়া (৩০), আংঙ্গুর মিয়া (২৫), সুহেল মিয়া (২২), মিন্টু মিয়া (৩৫), ইউসুফ মিয়া (২৮), মামদ আলী (৩০), কাইয়ুম মিয়া (২২) ও আল আমিন (২২)৷
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার দাউদপুর গ্রামের ও আউশকান্দি বাজারের হোটেল ব্যবসায়ী মন্নান মিয়ার লোকজনের সাথে একই গ্রামের কদ্দুস মিয়ার ছেলে ফারুক মিয়ার লোকজনের সাথে বিভিন্ন বিষয় নিয়া পুর্ব বিরুধ চলে আসছিল ৷ এই বিরুধকে কেন্দ্র করে গত ৩১ অক্টোবর ২০১৫ইং তারিখ সকালে ফারুক মিয়ার নেতৃত্বে একদল শসস্ত্র লোক মন্নান মিয়ার বাড়ীতে আক্রমন করে ৷ এ সময় আক্রমনকারীরা বাড়ীতে কোন পুরষ লোক না থাকায় তার স্ত্রী রাজনা বেগমকে শ্লীলতাহানী করে ৷ এবং তাকে মারপিট করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নালংকারসহ প্রায় ৩লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে ৷ এ সময় বাড়ীতে ভাংচুর চালিয়ে ও ব্যাপক ক্ষতি সাধন করে ৷ এ ঘটনায় গৃহবধু রাজনা বেগম হাসপাতালে চিকিত্সা শেষে নবীগঞ্জ থানায় বাদী হয়ে পর দিন গত ১ নভেম্বর ২০১৫ইং তারিখে ১৩জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ মামলাটি প্রাথমিক সত্যতা পেয়ে এফ আই আর ভুক্ত করে ৷ এর পর থেকে আসামীরা পলাতক থাকে ৷ রবিবার ভোরে আসামীরা জড়ো হয়ে মিটিং করার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই নুর মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে ৷ উল্লেখ্য গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় আরো একাধিক মামলা রয়েছে ৷
আপলোড : ৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.২১ মিঃ