শনিবার ● ১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি করেছে বিশ্বনাথ প্রশাসন
এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি করেছে বিশ্বনাথ প্রশাসন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৮ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৪মি.) বিশ্বনাথে ফৌজধারী বিধি ১৪৪ ধারা জারি করার আদেশ ১ এপ্রিল শনিবার বেলা ৩টায় উপজেলা সদরের বিভিন্ন মোড়ে, জনবহুল স্থানে মাইকিং করে জানানো হয়। ১৪৪ ধারা আদেশটি জারি করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার। আদেশে বলা হয় ২ এপ্রিল রবিবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার কেন্দ্র উপজেলা সদরের রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং বিশ্বনাথ ডিগ্রি কলেজ কেন্দ্রের ২০০ গজ দূরত্বের ভিতরে কোনো সভা, সমাবেশ, মিছিল, লাঠিসোটা ব্যবহার করা যাবেনা। আদেশ অমান্যকারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। এইচএসসি পরীক্ষা শেষে না হওয়ায় পর্যন্ত আদেশ বলবৎ থাকবে।
এইচএসসি পরীক্ষর কেন্দ্রে ১৪৪ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।