বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় বর্ণাঢ্য বৈসাবি র্যালি
মাটিরাঙ্গায় বর্ণাঢ্য বৈসাবি র্যালি
নুর নবী অন্তর ,মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বর্নাঢ্য আয়োজনে পাহাড়ি-বাঙ্গালী জনগোষ্ঠীর প্রাণের উৎসব বৈ-সা-বি উৎযাপন-২০১৭ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল মঙ্গলবার সকালে মাটিরাঙ্গা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল কাজী মো. শামসের উদ্দিন পিএসসিজি‘র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি মাটিরাঙ্গার বাজার হয়ে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে বৈসুক,সাংগ্রাই ও বিজু উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি মাটিরাঙ্গা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল কাজী মো. শামশের উদ্দিন পিএসসিজি-র্যালিতে অংশ নেয়া সকল সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আপনাদের সাথে আজকের এই আনন্দের দিনে আমিও অংশ গ্রহন করতে পেরে বেশ আনন্দিত । তিনি এই আনন্দঘন সংস্কৃতি ধরে রাখতে র্যালিটির আয়োজক ও টিএসএফ মাটিরাঙ্গা ও মাটিরাঙ্গা ত্রিপুরা কল্যাণ সংসদ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সকলের উদ্দ্যেশে বলেন,কিছু কিছু কু-চক্রী মহল আছে যারা সবসময় এই রকম সুন্দর অনুষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে ব্যঘাত ঘটাতে চায় । এ সময় তিনি ঐ কুচক্রী মহলের কর্মকান্ডকে প্রত্যাখান করার আহবান জানান তিনি।
মাটিরাঙ্গা ত্রিপুরা সম্প্রদায়ের অভিভাবক তুল্য ত্রিপুরা ব্যক্তিত্ব মনিন্দ্র কিশোর ত্রিপুরার স্বাগত বক্তব্য প্রদান ছাড়াও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন টিটো। মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈসাবি র্যালি-২০১৭ ও আলোচনা সভার সভাপতি হেমন্দ্র ত্রিপুরা।
পরে ত্রিপুরা সম্প্রদায়ের গড়িয়া নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।