রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » প্রধানমন্ত্রীর প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি’র আহ্বান
প্রধানমন্ত্রীর প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি’র আহ্বান
আজ সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক কমিটির সভায় গৃহীত প্রস্তাবে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরুস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্যা আর্থ’ গ্রহণের পূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুন্দরবনসহ দেশের দক্ষিণাঞ্চলের পরিবেশবিনাশী রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম স্থগিত ঘোষণার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে সুন্দরবনসহ দক্ষিণাঞ্চরের প্রাণ, প্রকৃতি, জীববৈচিত্র্য নষ্ট হলে জাতিসংঘের মর্যাদাপূর্ণ এই পুরস্কারের মালা আগামীতে প্রধানমন্ত্রী ও তার সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি ‘সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটস’ এর তথ্য অনুসন্ধানী গবেষণামূলক প্রতিবেদনেও রামপাল বিদ্যুৎ প্রকল্পের জন্য সুন্দরবনসহ পরিবেশ ধ্বংসকারী ভয়াবহ সব প্রতিক্রিয়া ও পরিণতির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের ‘হাফিংটন পোষ্ট’ এর ব্লগে প্রবন্ধ নিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় তার অঙ্গিকার পুনর্ব্যক্ত করেছেন। প্রস্তাবে প্রধানমন্ত্রীকে দ্রুত তার কাছে আমলাদের কু-পরামর্শ থেকে বেরিয়ে এসে যেকোন মূল্যে সুন্দরবন ও দক্ষিণাঞ্চলের পরিবেশ রক্ষায় অর্থপূর্ণ পদক্ষেপ নেবার অনুরোধ জানানো হয়।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, মোখলেছুর রহমান, আকবর খান, আবু হাসান টিপু প্রমুখ।
সভার অপর এক প্রস্তাবে টাংগাইলের কালিহাতিতে মা ও ছেলেকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার উপর পুলিশের গুলিতে ৩ জন নিহত ও ৫০ জনের বেশী আহত হবার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে এবং নিহত ও আহতদের জন্য গভীর সমবেদনা জানিয়ে দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবার দাবি জানানো হয়।
সভার প্রস্তাবে জয়পুরহাট সীমান্তে বিএসএফ এর গুলিবর্ষণে ১ বাংলাদেশী নিহত ও ৩ জন আহত হওয়ার ঘটনায় নিন্দা জানানো হয় এবং সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের ধারাবাহিক ও পরিকল্পিত হত্যাকান্ড বন্ধের দাবি করা হয়।
সভায় গণতান্ত্রিক বাম মোর্চা আহুত আগামী ১৬-১৮ অক্টোবর গণতান্ত্রিক বাম মোর্চা আহুত ঢাকা-সুন্দরবন রোডমার্চ সফল করারও আহ্বান জানানো হয়।(প্রেস বিজ্ঞপ্তি)