বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুর্গম পাহাড়ের আলোকিত আল-আমিন
দুর্গম পাহাড়ের আলোকিত আল-আমিন
মো. অালমগীর হোসেন,লংগদু :: রাঙামাটি জেলায় লংগদু উপজেলার আটারকছড়া বাসীকে বাংলাদেশের কাছে পরিচিত করে গৌরবের সাথে তুলে ধরেছে মো. অাল-আমিন। তিনি আটারকছড়া ইউনিয়নের বাসিন্দা মো. ইউনুছ মিয়ার (খলিফা) বড় ছেলে। বাবা পেশায় একজন দর্জি। মো. আল-আমিন ২০০২ সালে করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, এবং ২০০৪ রাবেতা মডেল কলেজ থেকে এইচ এস সি পাশ করে উচ্চ শিক্ষার জন্য হাজী মোহাম্মদ মহসিন কলেজে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স করেন। হতদরিদ্র পরিবার থেকে বেরে ওঠা আল-আমিনকে অর্থনৈতিক পিছুটান ধমিয়ে রাখতে পারেনি। টিউশনি করে পড়া-লেখার খরচ নিজেই জোগাড় করতে হতো তাকে। সেই আল-আমিনই আজ মা-বাবাসহ এলাকা বাসীর মুখ উজ্জল করে, ৩৫ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে উর্ত্তীণ হন। গত প্রায় এক বছর আগে বাবা ইউনুছ খলিফা মোটর সাইকেল দুর্ঘটনায় মারত্নক আহত হয়েছেন। বর্তমান তার অবস্থা কিছুটা ভাল হলেও ভারি কোন কাজ করতে পারেনা। পরিবারে ৩ ভাইয়ের মধ্যে আল-আমিন সাবার বড়, বাকি দুজন ছোট। অাল-আমিনের সফলতার কারন জানতে চাইলে তিনি বলেন, আমার অধ্যাবসয় এবং কঠোর পরিশ্রম আমাকে এখানে নিয়ে এসেছে। আমি কখনো ভেঙে পড়িনি লক্ষ্যকে সামনে নিয়ে চেষ্টা করেছি, আল্লাহ পাক আমাকে সফলতা দিয়েছেন। তিনি যেন তার দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারে সে জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।