বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বিদ্যুৎ -জ্বালানি » পল্লী বিদ্যুতে স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে উত্তাল বিশ্বনাথ
পল্লী বিদ্যুতে স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে উত্তাল বিশ্বনাথ
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৯ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৬মি.) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি’র অধীনে থাকা সাবেক টুকেরবাজার ফিডারের আংশিক অংশ (লামাকাজী থেকে টুকেরবাজার) পল্লী বিদ্যুতে স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে ১২ এপ্রিল বুধবার মিছিলে মিছিলে উত্তাল ছিলো বিশ্বনাথ উপজেলার লামাকাজী। সকাল ১০টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের স্থানীয় লামাকাজী পয়েন্টে লামাকাজী ইউনিয়নের পিডিবি গ্রাহকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে লামাকাজী। দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রতিবাদী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি সিলেট-সুনামগঞ্জ সড়কের প্রায় ১ কিলোমিটার বিস্তৃত হয়ে পড়ে। সকাল ১০টা থেকে লামাকাজী বাজারের সকল ব্যবসায়ীরা ১ঘন্টা দোকান-পাঠ বন্ধ করে ধর্মঘট পালন করেন এবং শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।
এলাকার মুরব্বি মাওলানা মোতাহির আলীর সভাপতিত্বে ও লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনামের পচিালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লামাকাজী ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাস্টার আপ্তাব আলী, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলী, আওয়ামী লীগ নেতা ডা. শাহনুর হোসাইন, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, আওয়ামী লীগ নেতা আবুল খয়ের লালা, দারুল উলুম লামাকাজী মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা মঈনুল ইসলাম, মুরব্বি হাজী সামছুদ্দিন, ইউপি সদস্য ফয়ছল আহমদ, মো. নুরুজ্জামান, সাবেক ইউপি সদস্য তাজ উদ্দিন, লামাকাজী রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাশুক মিয়া, জাপা নেতা হাবিবুর রহমান মনু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন, লামাকাজী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল উদ্দিন, লামাকাজী পয়েন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. এনামুল হক, লামাকাজী অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি আব্দুস ছত্তার, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, শ্রমিক নেতা খালেদ আহমদ প্রমুখ।