বৃহস্পতিবার ● ১৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ইনাতগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সংখ্যালঘু যুবক আহত
ইনাতগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সংখ্যালঘু যুবক আহত
নবীগঞ্জ প্রতিনিধি:: (৩০ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ২.৩৫মি.) নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে রাতের আধারে দুর্বৃত্তের হামলায় সুমন রায়(৩০) নামে এক যুবক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়,ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের মুহুরী কানু লাল রায়ের ভাগেনা সুমন রায় গতকাল ১২ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯ টার সময় ইনাতগঞ্জ বাজার থেকে ব্যবসা শেষে দোকান বন্ধ করে বাড়ী যাবার পথিমধ্যে মধ্যসমত গ্রামের নিকটে গিয়ে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা অন্ধকারে সুমনের উপর হামলা চালায়। কোন কিছু বুঝে উঠার আগেই তার পায়ে রড দিয়ে আঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে হামলাকারীরা তার মাথা লক্ষ করে হত্যার উদ্যোশে আরেকটি আঘাত করলে তিনি হাত দিয়ে মাথা রক্ষা করেন। পরে তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অন্ধকারে কাউকে চিনতে পারেননি বলে সুমন রায় জানান। ইনাতগঞ্জে প্রাথমিক চিকিৎসা শেষে তার পা ভেঙ্গে যাওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এভাবে বর্বরোচিত হামলায় ইনাতগঞ্জ এলাকায় সংখ্যালঘু পরিবারদের মধ্যে আতংক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন। সুমন রায়ের বাড়ি মৌলভী বাজার সদর উপজেলার সিনাতপুর গ্রামে। সে শৈলেন দাশের পুত্র। দীর্ঘ কয়েক বছর ধরে সে ইনাতগঞ্জ মধ্যসমত গ্রামে মামা কানু লাল রায়ের বাড়ীতে থেকে ইনাতগঞ্জ বাজারে ব্যবসা করে আসছে।