বৃহস্পতিবার ● ১৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় একটি ভবনে জঙ্গিবিরোধী অভিযান
রাঙ্গুনিয়ায় একটি ভবনে জঙ্গিবিরোধী অভিযান
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (৩০ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৮মি.) রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী এলাকায় ভিআইপি টাওয়ার নামের একটি ছয়তলা ভবনে জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানায় পুলিশ। বুধবার ১২ এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে ওই ভবনের চারপাশে ঘিরে অভিযান চালালেও ভিতরে কোনো জঙ্গি পাওয়া যায়নি বলে জানা যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, সন্ধ্যা ছয়টার পর হঠাৎ করে পুলিশ সদস্যরা এসে উপজেলার ইছাখালীর ভিআইপি টাওয়ার নামের ওই ভবনটি ঘিরে রাখে। এরপর ভেতরে প্রবেশ করে তল্লাশী চালায়। কিন্তু ভিতরে কোন জঙ্গি পাওয়া যায়নি। এই অভিযানের ফলে রাঙ্গুনিয়ায় জঙ্গি থাকার সন্দেহে আতঙ্কিত বোধ করছেন বলে জানান স্থানীয়রা । রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মো. আহছানুল কাদের ভুঞা সিএইচটি মিডিয়াকে জানান, জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে ঐ ভবনে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে সন্ধ্যা ৬টা থেকে আধা ঘন্টার অভিযানে কোনো জঙ্গি পাওয়া যায়নি। স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ওসি।