শুক্রবার ● ১৪ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বৈসাবি ও বর্ষবরণ উপলক্ষে পানছড়িতে মঙ্গল শোভযাত্রা
বৈসাবি ও বর্ষবরণ উপলক্ষে পানছড়িতে মঙ্গল শোভযাত্রা
পানছড়ি প্রতিনিধি :: (১ বৈশাখ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৯মি.) বৈ-সা-বি ও বাংলা নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দকে রবণ উপলক্ষে খাগড়াছড়ি‘র পানছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষে ১৪ এপ্রিল শুক্রবার সকালে পানছড়ি উপজেলা প্রশাসন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, সানরাইজ কিন্ডার গার্ডেন এন্ড জুনিয়র হাই স্কুল, সাওতাল সম্প্রদায়সহ বিভিন্ন প্রতিষ্টানের উদ্যেগে শোভযাত্রা, সাংস্কৃতিক অনুষ্টানসহ নানা প্রকার আয়োজন করা হয়।
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের উদ্যেগে প্রতিষ্টানটির প্রধান শিক্ষক মো. অলি আহাম্মদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা প্রসাশনের শোভযাত্রার সাথে মিলিত হয়। পরে উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমার নেতৃত্বে শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
অপর দিকে বাজার উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্টানের।
র্যালী ও শোভযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোর, আবাল-বৃদ্ধ-বনিতা, বিভিন্ন শ্রেণী-পেশা মানুষেরা নানা রঙ্গের পোশাক পড়ে, নৃত্য ও ব্যান্ড পার্টির সুরেলা গানের তালে তালে ঢাক-ঢোলের শব্দে রাজপথ মুখরিত করে তুলে।