সোমবার ● ৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিবৃতি
শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিবৃতি
ঢাকা প্রতিনিধি:: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে এক বিবৃতিতে বলেন, দেশে যে গণতন্ত্রের জন্য নুর হোসেন আত্মাহুতি দিয়েছিল প্রায় দুই দশক অতিক্রান্ত হতে চললেও সেই জনগণের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার কোন পদক্ষেপ বিগত সরকারগুলোর কর্মকাণ্ডে লক্ষ্য করা যায়নি; বরং ভোটাধিকার প্রয়োগের যেটুকু গণতান্ত্রিক অধিকার মানুষের ছিলো সেটুকুও কেড়ে নিয়েছে শাসকশ্রেণির সরকার ও দলগুলো। আগামীকাল শহীদ নুর হোসেন দিবসে দেশের মুক্তিকামী, গণতন্ত্রকামী মানুষ নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
আগামকাল শহীদ নূর হোসেন দিবস। ৯০ এর এই দিনে গণতন্ত্রের লড়াইয়ে ময়দানে বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক-স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে হাজির হয়েছিলেন। তৎকালীন স্বৈরশাসক জেনারেল এরশাদ এর পুলিশবাহিনীর গুলিতে নুর হোসেন মৃত্যুবরণ করেন।
গণতন্ত্রের লড়াই অব্যাহত রাখার প্রত্যয় এবং শহীদ নুর হোসেনকে শ্রদ্ধা জানানোর জন্য আগামীকাল সকাল ৮টায় নুর হোসেন চত্তরে পুস্পস্তবক অর্পণ করবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ।
আপলোড : ৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৫.৪৮মিঃ