শনিবার ● ১৫ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অনলাইন ব্লাড ব্যাংক “জীবন” এর পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
অনলাইন ব্লাড ব্যাংক “জীবন” এর পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
ষ্টাফ রিপোর্টার :: (২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.১০মি.) পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক “জীবন” এর উদ্যোগে ১৪এপ্রিল শুক্রবার, পহেলা বৈশাখ উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সদস্য অন্তর্ভুক্তিকরণ, বৈশাখী সাঁজ ও মেহেদী অংকন কর্মসূচী পালিত হয়েছে। ১৪এপ্রিল, ১লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভা যাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক মানজারুল মান্নান ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “জীবন” এর সভাপতি আনোয়ারুল কবির পাটোয়ারী৷ সম্পূর্ণ আয়োজনে “জীবন” এর সদস্যরা তাদের ব্যাতিক্রমী উদ্যোগের জন্য প্রশংসিত হয়৷ “জীবন” এর উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি আনোয়ারুল কবীর পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি ইউনুস সুমন, সহ-সভাপতি পারভেজ সুমন, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক আসফাক হোসেন, যুগ্ন সম্পাদক সাইদা জান্নাত, সহ যুগ্ন সম্পাদক এ্যানি মেরেলিন মারমা, সমন্বয়ক সামিয়া হক, সহ সমন্বয়ক জহিরুল ইসলাম তন্ময়, প্রচার সম্পাদক আলমগীর হোসেন ও জারিন তাসনিম, ইমাম হোসেন, মৌটুসি কর্মকার, “জীবন” কুমিল্লা ইউনিটের জাছিয়া ফরহাদ দিয়া ও মারিয়া ফরহাদ ফিহা ৷ এছাড়াও সহযোগীতায় ছিলেন “জীবন” রাবিপ্রবি ইউনিটের সদস্যরা ৷ “জীবন” এর সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি) অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ৷
অনুষ্ঠানে রক্তের গ্রুপ নির্ণয়ে ছিলেন “জীবন” এর দক্ষ কর্মী ১২০ জনের বিনামূল্যে ব্লাড গ্রুপিং করানো হয়, ৬০জনের বৈশাখী সাজ ও ১৫ জনের মেহেদী অংকন করা হয়৷