সোমবার ● ১৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » সৃজনশীল শিক্ষার মাধ্যমে মেধাবীরা ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাবে
সৃজনশীল শিক্ষার মাধ্যমে মেধাবীরা ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাবে
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৪মি.) সৃজনশীল শিক্ষা চর্চার মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে হবে। পড়ালেখার চর্চা যত বেশি হবে ততবেশি মেধার বিকাশ ঘটবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে দেশাত্ববোধ ও নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দিতে হবে। ভবিষ্যতে মেধাবীরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে।শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্নহীন মানুষ জীবনে সাফল্যের শিখরে উঠতে পারেনা। রাঙ্গুনিয়া উপজেলার ‘দ্যা জিনিয়াস স্কলারশীপ’ বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন একথা বলেন। দ্যা জিনিয়াস ক্লাবের আয়োজনে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ১৬ এপ্রিল রবিবার সংগঠনের সভাপতি মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আ.লীগ নেতা মো. জামাল উদ্দিন।সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি এম মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্মল কান্তি দাশ, বাশিস রাঙ্গুনিয়ার সভাপতি মো. তৌহিদুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক, শিক্ষক অমলেন্দু ধর, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারন সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এবিএম গোলাম নূর ইকবাল, ঘাটচেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কান্তি শীল, দ্যা জিনিয়াস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, শিক্ষক মোহাম্মদ আবু সায়েম, জাবেদ হোসেন তালুকদার, রহিম উদ্দিন সিকদার ও শাহ আলম প্রমূখ।