সোমবার ● ৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » গাজীপুর সিটি মেয়র মান্নান আরো এক মামলায় গ্রেফতার
গাজীপুর সিটি মেয়র মান্নান আরো এক মামলায় গ্রেফতার
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানকে নাশকতার আরো একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ৷
৯ নভেম্বর সোমবার শুনানি শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনোয়ারা বেগম তাকে গ্রেফতারের (শোন এরেস্ট) আদেশ দেন ৷
গাজীপুরের কোর্ট পরিদর্শক মো. রবিউল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ২০১৫ সালের ১৩ জানুয়ারী মঙ্গলবার বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধ চলাকালে মহানগরীর মোগরখাল এলাকায় ঢাকা বাইপাস সড়কে একটি কাভার্ড ভ্যানে অগি্নসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় অধ্যাপক এমএ মান্নানকে শোন এরেস্ট দেখানো হয়েছে ৷ এ ঘটনায় ১৪ জানুয়ারী বুধবার জয়দেবপুর থানার এএসআই মো. আব্দুস সালাম বাদী হয়ে ৭৪ জনের নামে এবং ২৫ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন৷ এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক মো. মিষ্টি ও চালক ফারম্নক হোসেন আহত হয়ে ছিল৷
জানা যায়, জয়দেবপুর থানার এসআই মোবারক হোসেন রবিবার এ মামলায় অধ্যাপক এমএ মান্নানকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেন৷ আবেদনে তিনি উলেস্নখ করেন, অধ্যাপক এমএ মান্নানের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় মামলার আসামিরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় ৷ এছাড়া জেলার বিভিন্ন স্থানে এরূপে একাধিক ঘটনা সংঘটিত করে জনগণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি নাশকতা ও ধ্বংসাত্মক কার্যকলাপ করেছেন ৷ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অধ্যাপক এমএ মান্নানকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় ৷
অধ্যাপক এমএ মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, রবিবার বিচারপতি শরিফ আহম্মদ ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ মেয়র মান্নানকে ছয় মাসের অনত্মবর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন ৷ ফলে অধ্যাপক এমএ মান্নানের কারামুক্তিতে আইনগত কোনো বাধা ছিল না ৷ ৯ নভেম্বর সোমবার নতুন করে আরেকটি মামলায় শোন এরেস্ট দেখানোর ফলে সহসাই তার মুক্তি মিলছে না ৷
তিনি আরো জানান, সর্বশেষ রবিবার পর্যন্ত ১৬টি মামলায় জামিন পান অধ্যাপক এমএ মান্নান৷ উচ্চ আদালতে সবকটি মামলায় জামিন পাওয়ার পর অন্যায়ভাবে তাকে আরো একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ৷
আপলোড : ৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.২৭ মিঃ